পটাশপুর, 31 অক্টোবর : সম্পত্তি নিয়ে শরিকি বিবাদের জের । পাড়ার মাতব্বরদের নিদানে একঘরে পরিবার । পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা । যাতায়াতের রাস্তা সব দিক থেকে বন্ধ । কখনও পুকুরের জলে নেমেও যাতায়াত করতে হচ্ছে তাদের ।
পটাশপুরের 2 ব্লকের প্রতাপদিঘি গ্রামের বাসিন্দা জ্যোতির্ময় কামিলা । বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে পাঁচজনের পরিবার । সম্পত্তি নিয়ে শরিকি বিবাদ চলছে প্রায় তিন বছর । আর এই বিবাদকেই হাতিয়ার করে কামিলা পরিবারের যাতায়াতের রাস্তা সবদিক থেকে বন্ধ করে দেওয়া হয় ।
যাতায়াত করার জন্য কখনও মাঠ-পথে, কখনও বা পুকুরের ধারে জলে নেমে যাতায়াত করতে হচ্ছে এই পরিবারকে । আমফান ঝড়ের সময় ভেঙে পড়েছে বাড়ি । কিন্তু তা সারানোর উপায় নেই । কারণ পাড়ার মাতব্বররা যাতায়াতের রাস্তা বন্ধ করে রেখেছেন । তাই বাড়ি সারানোর জন্য মালপত্র ঢোকাতে পারছে না এই পরিবার ।
পরিবারের তরফে শিবরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত আবেদন করা হয়ে । তার ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের তরফে দুই পক্ষকেই নোটিস পাঠানো হয় । কিন্তু বিরোধী পরিবার হাজির না হওয়ায় ভেস্তে যায় বৈঠক । অভিযুক্ত শক্তিপদ কামিলার দাবি , আজ থেকে কয়েক বছর আগে সম্পত্তি বিবাদে মারামারি হয় । যা নিয়ে পটাশপুর থানায় অভিযোগ করেন জ্যোতির্ময় কামিলা । আগে সেই মামলা প্রত্যাহার করতে হবে । তারপরই তাঁরা আলোচনায় বসবেন ।