কাঁথি, 17 মে :রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে আজ, সোমবার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা দিঘা-নন্দকুমার 116 বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের দাবি, নারদ-কাণ্ডে বিজেপি নেতাদের কেন বাদ দিয়ে বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হল । তারই প্রতিবাদে আজ কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৃণমূল নেতাকর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
কাঁথি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান বলেন, ‘‘কেন্দ্র সরকার ভোটে হেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে তৃণমূল নেতাদের সিবিআইকে দিয়ে গ্রেফতার করাচ্ছে । তারই প্রতিবাদে আজকে আমরা পথ অবরোধ করি ।’’