পাঁশকুড়া, 21 নভেম্বর : সম্প্রতি বাংলা দৈনিকে প্রকাশিত গল্পে এক আদিবাসী মহিলার কুরুচিকরভাবে চরিত্রায়ণ করা হয়েছে অভিযোগ করে আজ পাঁশকুড়ায় ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠন । তাদের দাবি , ওই লেখককে ক্ষমা চাইতে হবে ।
গল্পে একটি আদিবাসী মহিলা চরিত্রকে যেভাবে দেখানো হয়েছে,তা অত্যন্ত কুরুচিকর বলে অভিযোগ সংগঠনের । এ কারণেই ওই লেখকের ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্য সহ বিভিন্ন জেলায় পথ অবরোধ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি । দুপুর বারোটা নাগাদ রাতুলিয়া বাস স্ট্যান্ডের কাছে জাতীয় সড়ক অবরোধ করে তারা । প্রথমে পাঁশকুড়া থানার পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয় । পরে ঘটনাস্থানে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ পৌঁছায় । পাঁশকুড়া ব্লকের BDO ধেনধূপ ভুটিয়া ও তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস আসেন ঘটনাস্থানে । দীর্ঘ সময় সংগঠনের নেতানেত্রীদের সঙ্গে আলোচনা চলে । ঘণ্টা দুয়েক পরে তোলা হয় অবরোধ ।