পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁথিতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের - রাস্তা অবরোধ

পানীয় জলের দাবিতে কাঁথি-খড়গপুর রাজ্য সড়কে জলের ড্রাম, বালতি ও কলসি রেখে বিক্ষোভ স্থানীয় মহিলাদের ৷

road block for drinking water
পানীয় জলের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

By

Published : Jan 21, 2020, 6:03 AM IST


কাঁথি , 21 জানুয়ারি : পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামের মহিলাদের । রাস্তায় জলের ড্রাম, বালতি ও কলসি রেখে অবরোধ শুরু করেন তাঁরা । ফলে ব্যহত হয় যান চলাচল ।

সোমবার বিকেলে কাঁথি-খড়্গপুর রাজ্য সড়কে কৃষ্টচক রেল গেট সংলগ্ন এলাকায় প্রায় 40 মিনিট রাস্তা অবরোধ করেন তাঁরা । দাবি , দীর্ঘদিন ধরে কাঁথি 1 নম্বর ব্লকের রাইপুর পশ্চিমবাড়ে গ্রাম পঞ্চায়েতের কেশরকুণ্ডা, সারিয়া, কচুরি ও শশানিয়াসহ একাধিক গ্রাম পানীয় জল পরিষেবা পায়নি । গ্রামগুলিতে পানীয় জল সরবরাহের জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি । বিক্ষোভকারীগদের বক্তব্য, ভোটের সময় তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল যে বিকল্প জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কাঁথি থেকে জলের গাড়ি দেওয়া হবে । সেটা শুরুও হয়েছিল ৷ কিন্তু অভিযোগ, পরের দিকে নিয়মিত জলের গাড়ি আসা বন্ধ হয়ে যায় ৷ কখনও আসে তো কখনও আসে না ৷যার ফলে সমস্যায় পড়েছে কয়েক'শো পরিবার ।

এক বিক্ষোভকারী বলেন , " দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি । পানীয় জল অনেক দূর থেকে নিয়ে আসতে হয় । প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাস্তা অবরোধ করেছি । " এদিক অবরোধ দীর্ঘক্ষণ চলায় সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা ।

ABOUT THE AUTHOR

...view details