পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুতাহাটায় রেষারেষির জেরে বাস দুর্ঘটনা, আহত 15 - sutahata

রেষারেষির জেরে নয়নজুলিতে বাস পড়ে আহত হল 15 জন ৷ দুর্ঘটনাটি হলদিয়ার সুতাহাটার ৷ আহতদের মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাস দুটিকে আটক করেছে পুলিশ ৷

ফাইল ফোটো

By

Published : Jul 30, 2019, 11:12 AM IST

Updated : Jul 30, 2019, 11:58 AM IST

সুতাহাটা , 30 জুলাই : রেষারেষির জেরে নয়নজুলিতে বাস পড়ে আহত হল 15 জন ৷ হলদিয়ার সুতাহাটায় দুর্ঘটনাটি ঘটে ৷ এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হলদিয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকিরা মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ সকালে হিজলি ও ঝাড়গ্রামগামী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি শুরু করে ৷ সেই সময় ঝাড়গ্রামগামী বাসটি সুতাহাটা থানার আশ্রম মোড়ের কাছে যাত্রী তোলার জন্য গতি কমায় । তখনই হিজলিগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটির পিছনে ধাক্কা মারে । এর জেরে বাসটি গিয়ে পাশের নয়নজুলিতে পড়ে ।

রেষারেষির জেরে নয়নজুলিতে বাস

দুর্ঘটনায় 15 জন যাত্রী আহত হয় ৷ তাদের উদ্ধার করে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা ৷

দেখুন ভিডিয়ো

এর জেরে ঘণ্টাখানেক হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় ৷ সুতাহাটা থানার OC চন্দ্রকান্ত শাসমল জানিয়েছেন, বাস দুটিকে আটক করা হয়েছে । যদিও বাসের চালক ও খালাসি পলাতক ৷

Last Updated : Jul 30, 2019, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details