মারিশদা (পূর্ব মেদিনীপুর), 4 মার্চ : পথ দুর্ঘটনায় মারা গেলেন এক মহিলা ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের 116বি দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায় ৷ মৃত মহিলার নাম পদ্মবতী ঘোড়াই (47) ৷ তিনি মারশিদা থানার অন্তর্গত পশ্চিম কামারদার বাসিন্দা (Road Accident in Marishda area Nandakumar Digha National Highway) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 7.30 নাগাদ জাতীয় সড়কের দইসাই বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি অটোরিকশায় 9 জন কাঁথির দিকে কারখানায় যাচ্ছিল । তাঁরা চুল প্রসেসিং কারখানার শ্রমিক ৷ সেই সময় রাস্তার ধারে মারিশদা থানার পুলিশ গাড়ি দাঁড় করিয়ে চেকিং করছিল । উল্টোদিক থেকে নন্দকুমারের দিকে আসছিল একটি ডাম্পার ও বাস ৷ এর মধ্যে অটোরিকশা আর ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ অটোরিকশায় থাকা 9 জনের মধ্যে একজন মহিলা ঘটনাস্থলেই মারা যান ৷ জখম হন বাকি আটজন ৷ তাঁদের সঙ্কটজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷