পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purba Medinipur Road Accident : নন্দকুমার জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা, পুলিশের গাড়িতে আগুন

জাতীয় সড়কে অটোরিকশাকে ধাক্কা মারে ডাম্পার ৷ ঘটনাস্থলেই মারা যান এক মহিলা শ্রমিক (Purba Medinipur Road Accident) ৷

Road Accident in Marishda area Nandakumar Digha NH
মারিশদায় পথ দুর্ঘটনায় মৃত 1

By

Published : Mar 4, 2022, 12:02 PM IST

মারিশদা (পূর্ব মেদিনীপুর), 4 মার্চ : পথ দুর্ঘটনায় মারা গেলেন এক মহিলা ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের 116বি দিঘা-নন্দকুমার জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায় ৷ মৃত মহিলার নাম পদ্মবতী ঘোড়াই (47) ৷ তিনি মারশিদা থানার অন্তর্গত পশ্চিম কামারদার বাসিন্দা (Road Accident in Marishda area Nandakumar Digha National Highway) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 7.30 নাগাদ জাতীয় সড়কের দইসাই বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি অটোরিকশায় 9 জন কাঁথির দিকে কারখানায় যাচ্ছিল । তাঁরা চুল প্রসেসিং কারখানার শ্রমিক ৷ সেই সময় রাস্তার ধারে মারিশদা থানার পুলিশ গাড়ি দাঁড় করিয়ে চেকিং করছিল । উল্টোদিক থেকে নন্দকুমারের দিকে আসছিল একটি ডাম্পার ও বাস ৷ এর মধ্যে অটোরিকশা আর ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ৷ অটোরিকশায় থাকা 9 জনের মধ্যে একজন মহিলা ঘটনাস্থলেই মারা যান ৷ জখম হন বাকি আটজন ৷ তাঁদের সঙ্কটজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন : Murshidabad Road Accident: মুর্শিদাবাদে পথ দুর্ঘটনা, মৃত 3, আহত 9

এই দুর্ঘটনার পরে ব্যাপক উত্তেজনা ছড়ায় । বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে পড়েন ৷ অভিযোগ, তাঁরা পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ৷ দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায় ৷ পুলিশকে ধরে মারধরও করা হয়েছে ৷ এতে 5 জন পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ এলাকাবাসী নন্দকুমার 116বি জাতীয় সড়ক অবরোধ করেন । আটকে যান পর্যটক থেকে নিত্যযাত্রী, সবাই । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‌ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং ব়্যাফ । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details