মহিষাগোট , 28 অক্টোবর : পর্যটকদের গাড়ির ধাক্কায় মৃত্যু দুই যুবকের ৷ ঘটনাটি দিঘা নন্দকুমার রাস্তার 116 বি জাতীয় সড়ক সংলগ্ন কাঁথি থানার মহিষাগোট বাসস্ট্যান্ডের ৷ তাঁদের নাম প্রদীপ দাস ( 28) বায়া মান্না (27) ৷ ঘটনায় আটক করা হয়েছে গাড়ি ও ড্রাইভারকে ৷
গাড়ির ধাক্কায় মৃত্যুুু হেলমেটবিহীন দুই বাইক আরোহীর - 2 youth are died
গতরাতে বাইকে করে প্রদীপ ও বায়া রামনগর ইসলামপুর থেকে কাঁথি আসছিল পুজো দেখতে ৷ অন্যদিকে আর একটি পর্যটকের গাড়িও যাচ্ছিল দিঘার দিকে ৷ মহিষাগেটের কাছে আসতেই মোটরবাইকটির সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির ৷ হেলমেট পড়ে না থাকার কারণে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই দুই বন্ধুর ৷
গতরাতে বাইকে করে প্রদীপ ও বায়া রামনগর ইসলামপুর থেকে কাঁথি আসছিল পুজো দেখতে ৷ অন্যদিকে আর একটি পর্যটকের গাড়ি যাচ্ছিল দিঘার দিকে ৷ মহিষাগেটের কাছে আসতেই মোটরবাইকটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়িটির ৷ হেলমেট পড়ে না থাকার কারণে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই দুই বন্ধুর ৷ ঘটনার জেরে অবরোধ হয়ে পড়ে দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক ৷ স্থানীয় বাসিন্দারা কাঁথি থানায় খবর দেয় ৷ পরে পুলিশ এসে যানজট মুক্ত করে দু'জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় । মৃতের বাড়িতে খবর দেওয়া হয়েছে ।