পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"গুন্ডা-পুলিশ দিয়ে আটকানো যায় না, বুকে পা তুলে রাজনীতি করব" - khejuri

"এখনও পর্যন্ত প্রায় এক ঘণ্টার মধ্যে আমাদের উপরে তিনবার হামলা হয়ে গেল । তেঁতুলতলার কাছে আমাদের কনভয়ের উপর হামলা করা হয় । আমাদের উপর ইট পাটকেল মারা হয় ।" বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ

By

Published : May 7, 2019, 11:54 PM IST

খেজুরি, ৭ মে : খেজুরিতে তাঁর গাড়ির উপর হামলার ঘটনায় তৃণমূলকে একহাত নিলেন দিলীপ ঘোষ । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তাঁর বক্তব্য, এভাবে BJP-কে দমানো যাবে না । আজ বিকেলে নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে রোড শো শুরু করেন BJP নেতা-কর্মীরা । রোড শোয়ে দিলীপ ঘোষ ছাড়াও অসমের BJP নেতা হিমন্ত বিশ্বশর্মা ছিলেন । ওই রোড শো তেখালি ব্রিজে শেষ হয় । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে এই রোড শো খেজুরিতেও হওয়ার কথা ছিল । ওই রোড শোয়ে যোগ দিতে দেবাশিসবাবুকে নিয়ে BJP নেতা কর্মীরা খেজুরির কুঞ্জপুর হয়ে আসার সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । খবর পেয়ে দিলীপবাবু ঘটনাস্থানে যাওয়ার সময় খেজুরির তেতুলতলা বাজারে তাঁর কনভয়েও হামলা চালানো হয় ।

হামলার ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "এখনও পর্যন্ত প্রায় এক ঘণ্টার মধ্যে আমাদের উপর তিনবার হামলা হয়ে গেল । আমাদের সঙ্গে অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আছেন । আমরা নন্দীগ্রাম থেকে কনভয়ে করে তেখালি ব্রিজের দিকে যাই । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্ত খেজুরির মোড়ে আমাদের নিতে আসছিলেন । তাঁর উপরও হামলা চালানো হয়েছে । ওখানে খেজুরি থানার পাশেই তাঁর উপর হামলা করা হয় । বিধায়ক দাঁড়িয়ে থেকে গালাগালি করেন । তাঁকে বন্দুক দেখানো হয় । তাঁকে মারা হয় । পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে ঘুষি মারা হয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "খবর পেয়ে আমরা তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম । তখন তেঁতুলতলার কাছে আমাদের কনভয়ের উপর হামলা করা হয় । আমাদের উপর ইট পাটকেল মারা হয় । তৃণমূলের লোকেরা রাস্তা ঘিরে দেয় । অবরোধ করে । সেখান থেকে বেরিয়ে আসার সময় হেড়িয়ার কাছে আমাদের উপর আক্রমণ করা হয় । আমার গাড়ি ভাঙে । পিছনের এক-দু'টো গাড়ি ভাঙা হয়েছে । পুলিশ এর মধ্যে চক্রান্ত করেছে । পুলিশ ইচ্ছে করে দেরি করছিল । আমাদের বলেছিল ছাড়তে নিয়ে যাচ্ছি । ফাঁকা রাস্তা । আরও আগে আসা যেত । পুলিশ ইচ্ছে করে আটকে রেখে আমাদের উপর আক্রমণ করিয়েছে । এটা কোনও নতুন কথা নয় । আগেও কাঁথির কাছে আমার গাড়ি ভাঙা হয়েছে । রাজনৈতিক পরিবর্তন হলেই এর পরিবর্তন হবে ।"

তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি বলেন, "গুন্ডা দিয়ে, পুলিশ দিয়ে BJP-কে আটকাতে চান তো ? বুকের উপর পা তুলে রাজনীতি করব । ২৩ মে'র পরে আমি আসব । ওই পাড়া থেকে বার করে রাস্তায় পিটিয়ে মারব । দম থাকলে ইলেকশন কমিশনে কমপ্লেন করুন ।"

হেমন্ত বিশ্বশর্মা ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, "মমতাদি আগে অনেকবার অসমে গেছেন । তৃণমূল সাংসদরাও বহুবার গেছেন । আমরা কারও সঙ্গে কখনও এরকম ব্যবহার করিনি । এই ঘটনায় আমি বিস্মিত । সামনে থেকে পাথর ছুড়ে মারছিল । আমাদের বেরোতে দিচ্ছিল না । পুলিশ বলছিল, আগে আরও তিনহাজার লোক আছে । তারপর যদিও আমরা সেখান থেকে বেরিয়ে আসি, সেখানে ১০০ জন মতো গুন্ডা দাঁড়িয়েছিল পাথর মারার জন্য ।"

দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর করার ব্যাপারে জানতে চাওয়া হলে শিশির অধিকারী বলেন, "বলতে পারব না । এই ব্যাপারে আমাদের কাছে কোনও খবর নেই । তৃণমূল কোথাও কারও উপর হামলা করবে না । কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মীর সঙ্গে হামলা করতে যাবে না ।"

ABOUT THE AUTHOR

...view details