খেজুরি, ৭ মে : খেজুরিতে তাঁর গাড়ির উপর হামলার ঘটনায় তৃণমূলকে একহাত নিলেন দিলীপ ঘোষ । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তাঁর বক্তব্য, এভাবে BJP-কে দমানো যাবে না । আজ বিকেলে নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে দলীয় প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে রোড শো শুরু করেন BJP নেতা-কর্মীরা । রোড শোয়ে দিলীপ ঘোষ ছাড়াও অসমের BJP নেতা হিমন্ত বিশ্বশর্মা ছিলেন । ওই রোড শো তেখালি ব্রিজে শেষ হয় । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্তের সমর্থনে এই রোড শো খেজুরিতেও হওয়ার কথা ছিল । ওই রোড শোয়ে যোগ দিতে দেবাশিসবাবুকে নিয়ে BJP নেতা কর্মীরা খেজুরির কুঞ্জপুর হয়ে আসার সময় তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । খবর পেয়ে দিলীপবাবু ঘটনাস্থানে যাওয়ার সময় খেজুরির তেতুলতলা বাজারে তাঁর কনভয়েও হামলা চালানো হয় ।
হামলার ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "এখনও পর্যন্ত প্রায় এক ঘণ্টার মধ্যে আমাদের উপর তিনবার হামলা হয়ে গেল । আমাদের সঙ্গে অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আছেন । আমরা নন্দীগ্রাম থেকে কনভয়ে করে তেখালি ব্রিজের দিকে যাই । কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস সামন্ত খেজুরির মোড়ে আমাদের নিতে আসছিলেন । তাঁর উপরও হামলা চালানো হয়েছে । ওখানে খেজুরি থানার পাশেই তাঁর উপর হামলা করা হয় । বিধায়ক দাঁড়িয়ে থেকে গালাগালি করেন । তাঁকে বন্দুক দেখানো হয় । তাঁকে মারা হয় । পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে ঘুষি মারা হয় ।"
তিনি আরও বলেন, "খবর পেয়ে আমরা তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম । তখন তেঁতুলতলার কাছে আমাদের কনভয়ের উপর হামলা করা হয় । আমাদের উপর ইট পাটকেল মারা হয় । তৃণমূলের লোকেরা রাস্তা ঘিরে দেয় । অবরোধ করে । সেখান থেকে বেরিয়ে আসার সময় হেড়িয়ার কাছে আমাদের উপর আক্রমণ করা হয় । আমার গাড়ি ভাঙে । পিছনের এক-দু'টো গাড়ি ভাঙা হয়েছে । পুলিশ এর মধ্যে চক্রান্ত করেছে । পুলিশ ইচ্ছে করে দেরি করছিল । আমাদের বলেছিল ছাড়তে নিয়ে যাচ্ছি । ফাঁকা রাস্তা । আরও আগে আসা যেত । পুলিশ ইচ্ছে করে আটকে রেখে আমাদের উপর আক্রমণ করিয়েছে । এটা কোনও নতুন কথা নয় । আগেও কাঁথির কাছে আমার গাড়ি ভাঙা হয়েছে । রাজনৈতিক পরিবর্তন হলেই এর পরিবর্তন হবে ।"