পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মৃত ব্যক্তিদের নামে রেশন, দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ নন্দীগ্রামে - ration corruption during corona

মৃত ব্যক্তির নামে রেশন বণ্টনের অভিযোগ তুলে নন্দীগ্রামে দোকানে তালা লাগিয়ে বিক্ষোভ গ্রাহকদের, কারচুপির অভিযোগে নন্দীগ্রামেই সাসপেন্ড অপর এক ডিলার ।

ছবি
ছবি

By

Published : May 8, 2020, 12:24 PM IST

নন্দীগ্রাম, 8 মে : আবারও রেশন কেলেঙ্কারিতে নাম জড়াল নন্দীগ্রামের । কিছুদিন আগেই এখানে বরাদ্দ রেশনের চেয়ে কম পরিমাণে দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল সাঁইবাড়ির একটি রেশন দোকানে । সেই রেশ কাটতে না কাটতেই এবার মৃত ব্যক্তিদের নামে রেশন সামগ্রী বণ্টনের অভিযোগ উঠল সেই নন্দীগ্রামেরই এক রেশন ডিলারের বিরুদ্ধে । ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রাহকরা দোকানের শাটার নামিয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনাটি নন্দীগ্রাম ব্লকের খোদামবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের ভেটুরিরা মধ্যম পল্লি এলাকার । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্থানীয় সূত্রের খবর, ভেটুরিয়া সমবায় সমিতি পরিচালিত রেশন দোকানে গতকাল সকালে সাধারণ মানুষকে রেশন সামগ্রী বণ্টনের কাজ চলছিল । এলাকার হিমাংশু ভূুঁইয়া নামের স্থানীয় এক ব‍্যক্তি সমবায় সমিতির তরফে সেই কাজ প্রতিনিয়ত করে যাচ্ছিলেন । এরপর দুপুর নাগাদ রেশন বণ্টনের সময় গ্রাহকরা দেখতে পান প্রাপকের তালিকায় রয়েছে একাধিক মৃত ব্যক্তির নাম । অভিযোগ, গ্রাহকদের বিগত কয়েকদিন ধরে পরিবারের মৃত ব্যক্তিদের নামে বরাদ্দ করা হয়েছিল রেশন সামগ্রী । এরপর ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা আগের বরাদ্দ রেশন সামগ্রী কোথায় গেল তা জানতে চান ডিলারের কাছে । তখনই সমবায় সমিতির পক্ষ থেকে কারচুপির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা দোকান বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় রেশন বণ্টনের কাজ । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ফের শুরু হয় রেশন বণ্টন ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মেহেবুব খান অভিযোগ করে বলেন, " আমার মা গত তিন বছর আগে মারা গেছে। পরিবারের বর্তমান চার সদস্যের পাঁচ কেজি করে চাল হলে আমার পাওয়ার কথা কুড়ি কেজি । দোকান থেকে আমাকে 25 কেজি চাল দেওয়া হয়েছে । তালিকায় আমার মায়ের নাম এতদিন থাকলেও সেই রেশন সামগ্রী আমাকে দেওয়া হয়নি । তিন বছর ধরে মায়ের নামে যে রেশন সামগ্রী সরকার পাঠাল সেই রেশন সামগ্রী কে আত্মসাৎ করল ? এখন মায়ের নামে সামগ্রী দিয়ে কী হবে ? এলাকার বহু মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে এই কারচুপি হয়ে আসছে। আমরা চাই দ্রুত ডিলারকে বরখাস্ত করা হোক । যদিও, এ বিষয়ে হিমাংশু ভুঁইয়া তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, মৃত ব্যক্তির নামে কাউকেই রেশন বরাদ্দ করা হয়নি । বরং ওঁরাই চাপ সৃষ্টি করে মৃত ব্যক্তির কার্ড দেখিয়ে রেশন সামগ্রী জোর করে আদায় করেছেন ।

অপরদিকে , দুপুর নাগাদ নন্দীগ্রামের সাঁইবাড়ির তপন কুমার সাহুর রেশন দোকান সামগ্রী ওজনে কম দেওয়ার অভিযোগে সিল করে দেন খাদ্য দপ্তরের আধিকারিকরা । 3মে ওই দোকান থেকেই রেশন সামগ্রী ওজনে কম বণ্টনের অভিযোগ তুলে গ্রাহকেরা ব্যাপক বিক্ষোভ দেখান । ভাঙচুর করা হয় দোকান ও একটি বাইকে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁরাও বিক্ষোভের সম্মুখীন হন । পরে, BDO-র হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । কারচুপির অভিযোগ খতিয়ে দেখে এদিন সেই দোকান সিল করে দেওয়া হয় ।

এ বিষয়ে নন্দীগ্রাম 2 ব্লকের BDO সুরজিৎ রায় জানিয়েছেন,‌ ইতিমধ্যেই গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে সাঁইবাড়ির ডিলার তপন কুমার সাহুকে সাসপেন্ড করে দোকান সিল করে দেওয়া হয়েছে । ভেটুরিয়ার সমবায় সমিতির রেশন গ্রাহকদের তরফেও অভিযোগ এসেছে । মৃত ব্যক্তির নামে কীভাবে রেশন বণ্টন হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ABOUT THE AUTHOR

...view details