পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনামূল্যে সামগ্রী নিতে রেশন দোকানে ভিড়, আশঙ্কায় অনেকে - ration shop

রাজ্য সরকারের ঘোষণার পর বিনামূল্যে রেশন সামগ্রী নিতে দোকানে দোকানে লম্বা লাইন ।

ছবি
ছবি

By

Published : Apr 1, 2020, 2:22 PM IST

Updated : Apr 1, 2020, 11:22 PM IST

তমলুক, 1 এপ্রিল: রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে বিনামূল্যে দেওয়া শুরু হল রেশন সামগ্রী । জেলার সর্বত্রই রেশন দোকানের সামনে দেখা গেল লম্বা লাইন । তবে কোথাও সামাজিক দূরত্ব বজায় রেখেই লাইন দিতে দেখা গেল ।

লকডাউনের কারণে দোকানপাট বেশি খোলা নেই । যার কারণে দোকানে গিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে সমস্যায় পড়ছিলেন অনেকেই । ফলে রাজ্য সহ জেলার অনেকেই সমস্যায় পড়েছিলেন । সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে রাজ্যের প্রতিটি রেশন দোকানে বিনামূল্যে চাল ও আটা সরবরাহ শুরু করে খাদ্য দপ্তর । আর সেই সামগ্রী সংগ্রহ করতেই রেশন দোকানগুলিতে উপচে পড়ল ভিড় । সেই ভিড় থেকেই এবার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই । কয়েকজন রেশন গ্রাহকের দাবি, সরকার যদি বাড়িতেই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসত তাহলে কোনও আতঙ্কই থাকত না ।

রেশন সামগ্রী নিতে আসা কনকপুরের বাসিন্দা মল্লিকা জানা বলেন, অনেকে দোকানে রেশন সামগ্রী নেওয়ার জন্য এসেছেন । সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করা হলেও কিছু কিছু সময় তা মানা হচ্ছে না । তাই আতঙ্ক কিছুটা থাকছে । তবে এই সামগ্রী যদি সরকারের তরফে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসা হত তাহলে কোনও আতঙ্ক থাকত না। তবে রেশন ডিলার মতলেব খান বলেন, "পুলিশ ও পৌরসভার তরফে রাজ্য সরকারের বিনামূল্যে রেশন প্রদানের আগেই বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল সামাজিক দূরত্ব তৈরি করার বিষয়টি । তা মেনেই আমরা রাত জেগে চুন দিয়ে দাগ কেটে দিয়েছি। তা মেনে চলেই মানুষ খাদ্য সামগ্রী গ্রহণ করছেন । দোকানের সামনে জল সাবানও রাখা হয়েছে হাত ধোওয়ার জন্য । এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি । "

Last Updated : Apr 1, 2020, 11:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details