তমলুক, 6 জুন : স্কুলে কোয়ারানটিন সেন্টার করার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তমলুকের পায়রাচালী গ্রামের বাসিন্দারা ৷ পরিযায়ী শ্রমিকরা যাতে স্কুলে ঢুকতে না পারে, তাই গোটা স্কুল চত্বর বাঁশ দিয়ে ঘিরে দেন তাঁরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা ৷ পরে থানা থেকে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক থানার পিপুলবাড়িয়া গ্রাম 1 নম্বর পঞ্চায়েতের পায়ারাচালী ফি প্রাথমকি বিদ্যালয়ে পরিযায়ী শ্রমিকদের রাখা নিয়ে গতকাল থেকেই মতবিরোধ চলছিল গ্রামবাসী ও পরিযায়ী শ্রমিকদের পরিবারের মধ্যে ৷ যে কারণে দিল্লি ও উত্তর প্রদেশের গাজ়িয়াবাদ থেকে বাড়ি ফেরেন দীপক ধাড়া ও গোবিন্দ ধাড়া ৷ বাড়ির পাশেই ত্রিপলের তাঁবু বানিয়ে থাকতে শুরু করেন তাঁরা ৷ গতকাল সেই তাঁবুতেই রাত কাটে দুই শ্রমিকের ৷
ঝড়-বৃষ্টিতে সমস্যায় পড়ার আশঙ্কা করে স্থানীয় স্কুলে থাকার অনুরোধ জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হন ওই দুই শ্রমিকের পরিবারের সদস্যরা । আর তা জানাজানি হতেই এলাকার বাসিন্দারা তড়িঘড়ি স্কুল চত্বরে বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেন । বন্ধ করে দেওয়া হয় স্কুলে ঢোকার রাস্তাও । পরিস্থিতি বেগতিক বুঝে তাঁবু ছেড়ে বেরিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ানোর হুমকি দেন ভিনরাজ্য থেকে ফেরা দুই শ্রমিক । খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে তাঁদের স্কুলে থাকার ব্যবস্থা করে । সে সময় গ্রামবাসী ও শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে বচসা শুরু হয় । স্কুল খুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ । অভিযোগ, পুলিশকর্মীদের ধাক্কাধাক্কিও করে গ্রামবাসীদের একাংশ । পরে তমলুক থানা থেকে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই দুই শ্রমিককে পায়রাচালী ফি প্রাথমিক বিদ্যালয় থাকার ব্যবস্থা করে ।