পাঁশকুড়া,1 এপ্রিল: পাঁশকুড়ার যুবক শহিদুল আলি ছত্তিশগড়ে পাথরের কাজ করেন ৷ বাড়িতে থাকেন বিবি ও বয়স্ক আব্বা-আম্মি সহ দুই সন্তান । বর্তমানে শহিদুলের বিবি নয় মাসের অন্তঃসত্ত্বা ৷ কাল রাতে তাঁর প্রসব যন্ত্রণা সত্ত্বেও কোরোনা এবং লকডাউনের কারণে প্রতিবেশীরা অসহায় পরিবারকে সাহায্য করতে পারেননি ৷ শহিদও পাঁশকুড়ায় আসতে পারেনি ৷ অসহায় হয়ে সে পুলিশের হেল্পলাইনে ফোন করে ৷ তারপরই পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশে অন্তঃসত্ত্বার সমস্ত দায়িত্ব নেয় পাঁশকুড়া থানার পুলিশ ।
সোশাল মিডিয়ায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের হেল্পলাইন নম্বর দেখে গভীর রাতে ফোন করেন শহিদ আলি । জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় পাঁশকুড়া থানার পুলিশকে নির্দেশ দেন অন্তঃসত্ত্বার দায়িত্ব নিতে । তারপরই সকাল হতেই শহিদুলের বারাঙ্গাবাজারের বাড়ির সামনে পৌঁছে যায় পুলিশের অ্যাম্বুলেন্স । দ্রুত তাঁর আলট্রাসনোগ্রাফি করানোর জন্য নিয়ে যাওয়া হয় পাঁশকুড়ার মেচোগ্রামের এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে । সেখানে পুলিশের উদ্যোগেই তার সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করার পর বর্তমানে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে ।