তমলুক, 4 ডিসেম্বর: পূর্ব মেদিনীপুর জেলায় দুই সমবায় নির্বাচনে রাজ্যের শাসক ও বিরোধী দলের পক্ষে ফল 1-1 ৷ রবিবার সমবায় নির্বাচন অনুষ্ঠিত হয় তমলুক থানার খারুইগঠরা সমবায় সমিতি ও মহিষাদল বিধানসভার জগৎপুর শীতলা সমবায় সমিতির ৷ এই দুই নির্বাচনকে ঘিরে রবিবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল এলাকায় (Purba Medinipur Cooperative Elections result) ৷
এই দুই সমবায় সমিতি নির্বাচনে বাম-বিজেপি জোট একটি সমবায় সমিতি দখল করেছে ৷ এদিন তমলুক খারুইগঠরা সমবায় সমিতির 43টি আসনের মধ্যে 39টি পেয়েছে তৃণমূল । বাকি 4টি আসনে সিপিএম-বিজেপি জোট জিতেছে । অপরদিকে, মহিষাদল বিধানসভার জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 62টি আসনের মধ্যে 52টি পেয়েছে বাম-বিজেপি জোট । বাকি 11টি সিট পেয়েছে তৃণমূল (Cooperative Elections in Purba Medinipur) ।