পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ নিয়ে স্বজনপোষণের অভিযোগ, কাঁথির তৃণমূল কার্যালয় ঘিরে বিক্ষোভ - কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড

রবিবার সন্ধ্যায় কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূলের পাটি অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য না দিয়ে নিজেদের পার্টির লোকেদের তা পাইয়ে দেওয়া হয়েছে ৷

image
তৃণমূলের পার্টি অফিসে বিক্ষোভ

By

Published : Jun 22, 2020, 7:07 AM IST

কাঁথি, 22 জুন : ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে দুই মেদিনীপুরের বিস্তৃণ এলাকা ৷ ক্ষতিগ্রস্তদের সরকারের তরফে সাহায্য করা হয় ৷ কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্তরা সেই সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন ৷ পরিবর্তে প্রভাবশালীদের ঘরে ত্রাণ পৌঁচ্ছে যাচ্ছে ৷ এই অভিযোগ তুলে কাঁথি তৃণমূল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ৷ রবিবার সন্ধ্যায় 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য না দিয়ে নিজেদের পার্টির লোকেদের তা পাইয়ে দেওয়া হয়েছে ৷ যদিও স্বজনপোষণের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব ।

এক বিক্ষোভকারী দীপেন দাস বলেন, ‘‘আমফানে আমাদের ক্ষতি হয়েছে । আমাদের ছবি তুলে অন্য লোককে টাকা দেওয়া হচ্ছে । আমাদের সরকারি সাহায্য না দিয়ে যাঁদের ক্ষতি হয়নি তাঁদেরকে দেওয়া হয়েছে ।’’

অন্য এক বিক্ষোভকারী দিলীপ দাসের বক্তব্য, ‘‘আমফানে প্রকৃত যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের বেশিরভাগ লোকই কোনও সাহায্য পাননি । ওয়ার্ড কমিটির লোকেরা নিজেরাই সবাই নিয়ে নিয়েছেন ।’’ অপরদিকে 8 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি নীহাররঞ্জন দাস বলেন , ‘‘এলাকায় আমফানে যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের নামের তালিকা তৈরি করে BDO অফিসে পাঠানো হয়েছিল । BDO অফিসের প্রতিনিধিরা এসে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর দেখে আমফানের সরকারি সাহায্য দিয়েছেন । তাতে ওয়ার্ড কমিটির যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁরাও পেয়েছেন । এতে আমাদের কিছু করার নেই ।"

ABOUT THE AUTHOR

...view details