পূর্ব মেদিনীপুর, 29 এপ্রিল: কাঁথির 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতর সদস্য়ার স্বামী তপন জানাকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর ৷ শুক্রবার কাঁথির 1 নম্বর ব্লকের নাটদিঘি বাসস্ট্যান্ডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান (Villager Block The Road)৷
এলাকার দাপুটে নেতা তপন জানা ৷ তিনি কাঁথি 1 নম্বর ব্লকের নাটদিঘি পঞ্চায়েতের সদস্যা রেখা বেরার স্বামী ৷ এই তাপন জানা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় অসাধু কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ ৷ এমনকী তিনি মধুচক্রের সঙ্গেও জড়িত বলে অভিযোগ করেন গ্রামবাসীরা ৷ গ্রামবাসীরা প্রতিবাদ করলে তাঁদের হুমকি দেন ৷ তাই এদিন বাধ্য হয়েই পথ অবরোধ করেন গ্রামবাসীরা ৷ দীর্ঘসময় কাঁথির 1 নম্বর ব্লকের নাটদিঘী বাসস্ট্যান্ড এলাকা অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় ৷ পরে পুলিশি আশ্বাসে অবরোধ তোলেন গ্রামবাসীরা ৷ কয়েকদিন আগে গ্রামবাসীরা তাঁর হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেছিলেন তপন জানা । সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন গ্রামবাসীরা ৷