মহিষাদল,13 জুলাই: নেই প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম । এই অভিযোগে এবং ক্ষতিপূরণের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা । মহিষাদল ব্লকের নাটশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে ৷ পরে পঞ্চায়েত সদস্যা গীতা প্রামাণিক পাকা বাড়ির মালিকদের নাম আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে বাদ দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে য়ায় ।
পূর্ব মেদিনীপুর জেলার একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগে উঠেছে ৷ প্রায় 200 জন নেতা-কর্মীকে শোকজ় করেছে জেলা তৃণমূল নেতৃত্ব । অনেককে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে । দলীয় শাস্তি থেকে বাঁচতে ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতা-কর্মীদের । তবে সকলে নির্দেশ মানেনি বলে জেলা তৃণমূল সূত্রে খবর । এরই মাঝে আজ সকালে মহিষাদল ব্লকের নাটশাল 1 গ্রাম পঞ্চায়েতের কুম্ভচক গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ এলাকার পঞ্চায়েত সদস্যা গীতা প্রামাণিকের বাড়ি ঘেরাও করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা । বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে দুর্নীতি হয়েছে ৷ তাঁদের অভিযোগ, আমফানে গ্রাম লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পরও পঞ্চায়েত সদস্যা খোঁজখবর নেননি । দলের লোকেদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন । যাঁদের পাকা বাড়ি আছে তাঁরা ক্ষতিপূরণের টাকা পেয়েছেন । প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন সরকারি সহায়তা থেকে ।