পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Protest for Road Construction: রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের - রাস্তার বেহাল দশা

রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা (Protest for Road Construction) ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকায় ৷

Protest burning tyres demanding road construction in Purba Medinipur
Protest burning tyres demanding road construction in Purba Medinipur

By

Published : Nov 7, 2022, 6:38 PM IST

রামনগর, 7 নভেম্বর:দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা (Bad Road Condition) ৷ এবার রাস্তা সংস্কারের দাবিতে পথে নামল স্থানীয় বাসিন্দারা ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল তারা ৷

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকায় ৷ ঠিকরা মোড় থেকে দেউলিহাট যাওয়ার রাজ্য সড়কের বেহাল অবস্থা ৷ তাই তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে (Protest burning tyres demanding road construction)। যার জেরে পথ চলতি মানুষদের হায়রানিতে পড়তে হয় ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঠিকরা মোড় থেকে দেউলিহাট পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার বেহাল দশা । অনেক সময় পেরিয়ে গেলেও রাস্তা মেরামতের কাজ করেনি প্রশাসন । এমনকী রাস্তার পাশে নিকাশিরও ব্যবস্থা করা হয়নি। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোন কাজ না-হওয়ায় এদিন স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করে । তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে রাস্তা মেরামত করার আশ্বাস না-পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ ও বিক্ষোভ চলবে ।

যদিও এই বিষয়ে রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেন, "প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা সারানো সম্ভব হয়নি । বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয়েছে । আজ বিকেলে বিডিও অফিসে বসে সমস্যার সমাধান করা হবে ।" যদিও এক বিক্ষোভকারী বলেন, "দীর্ঘ 22 বছর ধরে এই রাস্তা হয়েছে কিন্তু কোন সারানোর কাজ হয়নি । যার ফলে এই রাস্তায় আমার এক আত্মীয় গাড়ির নিচে পড়ে মারা যান। আমরা চাই অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু হোক । যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ আন্দোলন চলবে ।"

রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

আরও পড়ুন:শ্মশান দুর্নীতি! অধিকারী পরিবার-ঘনিষ্ঠ রাম পণ্ডার পুলিশি হেফাজত

বিক্ষোভকারী টোটো চালক বলেন, "রাস্তার বেহাল দশার জন্য প্যাসেঞ্জারদের নিয়ে যেতে খুবই অসুবিধা হয় । এমনকী বর্ষা হলেই রাস্তার উপর এক হাঁটু জল দাঁড়িয়ে পড়ে । যার ফলে অনেক সময় টোটো বা অটো রাস্তার উপর উল্টে যায় । বেশ কয়েকজন মানুষও আহত হয়েছেন । আমরা চাই অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু হোক ।"

ABOUT THE AUTHOR

...view details