হলদিয়া, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল অব্যাহত ৷ আজ সকাল থেকেই হলদিয়া-পাঁশকুড়া লাইনে রেল অবরোধ বিক্ষোভকারীদের ৷ অবরোধের জেরে আটকে পড়ে বেশ কয়েকটি হাওড়ামুখী লোকাল ও হলদিয়া শিল্পাঞ্চলগামী মালগাড়ি ৷
হলদিয়া-পাঁশকুড়া লাইনে নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে রেল অবরোধ - Citizenship Amendment Act 2019
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল অব্যাহত ৷ আজ সকাল থেকেই হলদিয়া-পাঁশকুড়া লাইনে রেল অবরোধ বিক্ষোভকারীদের ৷
আজ সকাল সাতটা নাগাদ হলদিয়া-পাঁশকুড়া লাইনের বাসুলি স্টেশনে পাঁচ হাজার বিক্ষোভকারী জড়ো হয় ৷ রেললাইনে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় ৷ যার জেরে আটকে পড়ে লোকাল ও মালগাড়ি ৷ সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছেছে ৷ হলদিয়া GRP ও RPF থানার পুলিশের সঙ্গে মিলে অবরোধ তোলার চেষ্টা চলছে ৷ আজ সোমবার ৷ রেল অবরোধের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পাঠানো হয়েছে পুলিশবাহিনী, RAF, কমব্যাট ফোর্স ৷
আজ কলকাতা ও জেলায় জেলায় NRC ও CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হবে শাসক দলের পক্ষ থেকে ৷ কলকাতায় মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷