পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জন্মাষ্টমীতে রাজ্যে মিছিল হবেই, মমতাকে পালটা চ্যালেঞ্জ দিলীপের - mamata banerjee

মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "উনি আসলে ভয় পেয়েছেন ৷ উনিশের সেমিফাইনালে আমরা জয়ী হয়েছি ৷ একুশে ওদের আর খুঁজে পাওয়া যাবে না ৷ চেষ্টা করেও উনি রামনবমীর মতো জন্মাষ্টমীর মিছিল আটকাতে ব্যর্থ হবেন । মানুষ আমাদের সঙ্গে আছে ৷"

দিলীপ ও মমতা

By

Published : Aug 22, 2019, 8:15 AM IST

দিঘা, 22 অগাস্ট : মুখ্যমন্ত্রীর নির্দেশ যাই থাকুক না কেন, জন্মাষ্টমীতে রাজ্যে মিছিল হবেই । চ্যালেঞ্জ রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের ৷ আসন্ন জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যজুড়ে 200-র বেশি শোভাযাত্রার সিদ্ধান্ত নিয়েছে ৷ তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় DG বীরেন্দ্রকে নির্দেশ দেন, ঐতিহ্য মেনেই অনুষ্ঠান হবে ৷ নতুন করে কিছু হবে না ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ ফোনে বলেন, "1964 সাল থেকে বিশ্ব হিন্দু পরিষদের জন্মদিন হিসেবে সারাদেশে জন্মাষ্টমী পালন করা হয় ৷ এটা অতীত থেকে হয়ে আসছে ৷ রামনবমীতেও বাধা দিয়েছিল ৷ রামনবমী হয়েছে ৷ এক্ষেত্রেও বাধা দিচ্ছে, কিন্তু জন্মাষ্টমী পালন হবেই ৷ " মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, "উনি আসলে ভয় পেয়েছেন ৷ উনিশের সেমিফাইনালে আমরা জয়ী হয়েছি ৷ একুশে ওদের আর খুঁজে পাওয়া যাবে না ৷ চেষ্টা করেও উনি রামনবমীর মতো জন্মাষ্টমীর মিছিল আটকাতে ব্যর্থ হবেন । মানুষ আমাদের সঙ্গে আছে ৷ "

আরও পড়ুন: দলীয় কর্মীদের ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের নুন-ভাত : দিলীপ

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে রাজ্যে BJP-র উত্থানে হিন্দু ভোটবাক্স অনেকাংশে কাজে দিয়েছে ৷ যার ফলে দুই থেকে বেড়ে 18-তে পৌঁছেছে BJP । সেই ভোটব্যাঙ্ক অটুট রাখতে মরিয়া তারা । অনেকের মতে, জন্মাষ্টমীকে সামনে রেখে তাই ফের একবার হিন্দু সম্প্রদায়ের মন জয়ে উদ্যোগী VHP ৷ ইতিমধ্যেই উত্তর কলকাতায় 25টি, দক্ষিণ কলকাতায় 35টি, পূর্ব মেদিনীপুরে 3টি, উত্তর 24 পরগনায় 50টি, বাঁকুড়ায় 5টি, পুরুলিয়ায় 35টি, হাওড়ায়‌ 22টি, ও হুগলিতে 51টি বড় শোভাযাত্রা বের হবে বলে ঘোষণা করেছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ তাই গতকাল দিঘার প্রশাসনিক বৈঠকে খোদ DG বীরেন্দ্রকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, "যা ট্র্যাডিশনাল, যা হয়ে থাকে, সেগুলো হবে ৷ নতুন করে আর কিছু হবে না ৷ কারণ, এটা সবার উৎসব ৷ সবকিছু যেন শান্তিপূর্ণভাবে হয় ৷" বিশ্ব হিন্দু পরিষদের শোভাযাত্রাকে আটকাতেই মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ABOUT THE AUTHOR

...view details