পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TET Agitation: হাজতে ভরল পুলিশ, রাত কাটল দুষ্কৃতীদের সঙ্গে; 'অভিশপ্ত জন্মদিন' অনশনরত চাকরিপ্রার্থীর - Achintya Dhara

জন্মদিনে নিরপরাধ চাকরিপ্রার্থীর হাজতবাস (TET Agitation)৷ কেমন ছিল জন্মদিনের রাত ? দুর্বিষহ সেই কাহিনী ইটিভি ভারতকে জানালেন অনশনরত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী অচিন্ত্য ধারা ৷

ETV Bharat
জন্মদিন জেলে কাটল অনশনরত চাকরিপ্রার্থীর

By

Published : Oct 21, 2022, 7:24 PM IST

কলকাতা, 21 অক্টোবর: "জন্মদিন নয়, কালো দিন ৷ এমন জন্মদিন যেন কারও জীবনে না আসে ৷" এই কথাই বলছেন অনশনরত প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী অচিন্ত্য ধারা ৷ বৃহস্পতিবার ছিল তাঁর জন্মদিন । মূলত জন্মদিনে কাছের মানুষদের সঙ্গে কাটানোর পরিকল্পনা ছিল তাঁর । তবে 35 বছরের এই জন্মদিন কাটল হাজতবাসে । নিরপরাধ হয়েও অপরাধীদের সঙ্গে কাটল জন্মদিনের রাত (Primary TET Agitator in Jail on his Birthday)৷

অচিন্ত্য ধারা ৷ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত শ্যামসুন্দর রোডের পাটনা গ্রামের বাসিন্দা ৷ সংসার বলতে বাবা-মা ৷ বর্তমানে তাঁর পরিচয় 2014 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী (2014 Primary TET Candidate)। ন্যায্য দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর ঠিকানা মাতঙ্গিনী হাজরার পাদদেশে । তবে প্রায় 84 ঘণ্টা অনশন করছিলেন করুণাময়ীর এপিসি ভবনের সামনে । আর সেখানেই সকাল থেকে জন্মদিন কাটছিল অচিন্ত্যর । পায়েস কেন ? জন্মদিনে জলটুকুও মুখে তোলেননি তিনি ৷ গভীর রাতে আইনের কাগজ দেখিয়ে প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তোলা হয় তাঁকে (Primary TET Agitation 2022)।

কেমন ছিল জন্মদিনের এহেন অভিজ্ঞতা ? বলছেন আন্দোলনরত চাকরিপ্রার্থী অচিন্ত্য ধারা

অচিন্ত্যর কথায়, "ওই সময়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি । যখন চোখ খুলি দেখলাম হাসপাতালের বেডে শুয়ে আছি । তারপর আমার থেকে ফোন, ব্যাগ-সহ সব কিছু কেড়ে নেয় পুলিশ । এমনকি জেলে ঢুকিয়ে ক্রিমিনালদের সঙ্গে রাত কাটাতে হয় আমাকে । খুব বাজে ব্যবহার বিধাননগর পূর্ব থানার পুলিশের । একফোঁটাও জল আমাকে অফার করা হয়নি । আমি বলব পৃথিবীতে যেন এমন জন্মদিন আর কারোর না-কাটে । জন্মদিন রীতিমত দুর্বিষহ দিনে পরিণত হয়েছে ।"

তবে ওই রাত থেকেই আরও দৃঢ় হয়েছে অচিন্ত্যর কন্ঠস্বর । স্বচ্ছভাবে নিয়োগ না-পেলে ফের ওই জায়গাতেই আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা ৷ এমনটাই জানিয়েছেন অচিন্ত্য ৷

আরও পড়ুন :গভীর রাতে পুলিশি ধরপাকড় ! কালো ব্যাজ পরে প্রতিবাদ আন্দোলনকারীদের

ABOUT THE AUTHOR

...view details