হলদিয়া, 15 ডিসেম্বর: সভা শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠের চারিদিকে শুভেন্দু অধিকারী ও অমিত শাহের নামে পোস্টার । বৃহস্পতিবার রাতে হলদিয়া নাগরিক কমিটির এই পোস্টার নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । যদিও এই সমস্ত পোস্টার পুলিশ দাঁড়িয়ে থেকে খুলিয়ে দিয়েছে ।
আজ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার হেলিপ্যাড ময়দানে দুপুর আড়াইটে নাগাদ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সতীশ সামন্তের জন্মজয়ন্তীতে চোরমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে । উক্ত জনসভার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে বিজেপির বানানো তোরণ এবং বড় বড় হোর্ডিং ও পোস্টারে ছেয়ে গিয়েছে রাস্তাঘাট । তাতে লেখা রয়েছে, 'লোহা চোর শুভেন্দু, কয়লাচোর শুভেন্দু এইচডিএ-এর টাকা লুটকারী শুভেন্দু অধিকারী দূর হঠও' ! 'দেশ বিক্রিকারী মোদি দূর দূর দূর হঠাও' ৷ 'ত্রিপল চোর গদ্দার অধিকারী হঠাও' ৷ 'শুভেন্দু ডাকাত '৷ সৌজন্যে - হলদিয়া নাগরিক কমিটি ৷ আবার কোথাও অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর কুশপুতুল বানিয়ে তাতে লেখা হয়েছে - 'আমি গুজরাত দাঙ্গার নায়ক মোটা ভাই', আমি ত্রিপল, হলদিয়ার কয়লা লোহা চোর, গদ্দার, মিরজাফর' ৷
এই নিয়ে বিজেপি সরাসরি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে ৷ গেরুয়া শিবিরের দাবি, হলদিয়া নাগরিক কমিটির নামে এই পোস্টারগুলি তৃণমূল দিয়েছে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । তারা বলছে, এটা আদি ও নব্য বিজেপির লড়াইয়ের ফল ।
এই বিষয়ে বিজেপির মজদুর সংঘের রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী বলেন, "সভার আগের দিন থেকে যেসব তাণ্ডব চলছে তা হলদিয়াবাসী দেখছেন । এটা কি কোনও সুস্থ সমাজের কাজ ? একটা রাজনৈতিক দলের সভার আগের দিন অন্য রাজনৈতিক দলের পোস্টার লাগানো হয়েছে, এটা কিন্তু ঠিক না । আসলে এই দলের এই সব রুচি । আজকে এদের রুচি বেরিয়ে এসেছে তা জনগণ দেখছে ।"