পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: চোর চোট্টা ! সিবিআই তদন্ত চেয়ে নিজের পাড়ায় পোস্টার পড়ল শুভেন্দুর নামে - পূর্ব মেদিনীপুর

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে তাঁর নিজের পাড়ায় পোস্টার পড়ল (Poster against Suvendu)৷ সিবিআই তদন্ত চাওয়া হয়েছে সেই পোস্টারে ৷ এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (East Midnapore)৷

Poster against Suvendu Adhikari sparks controversy at Contai East Midnapore
চোর চোট্টা ! সিবিআই তদন্ত চেয়ে নিজের পাড়ায় পোস্টার পড়ল শুভেন্দুর নামে

By

Published : Sep 12, 2022, 8:06 PM IST

কাঁথি, 12 সেপ্টেম্বর:শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবিতে তাঁর কপালে লেখা 'চোর চোর চোট্টা' ৷ বিরোধী দলনেতার খাসতালুকে এই পোস্টার পড়ল (Poster against Suvendu)৷ এখানেই শেষ নয় ৷ সেই পোস্টারে আবার নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে । শিল্পনগরী হলদিয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে পোস্টার পড়ল তাঁর নিজের গড়ে । বিজেপির নবান্ন অভিযানের আগেই এই পোস্টার ঘিরে শুভেন্দুর শহরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে শাসকদল ও বিরোধীদের মধ্যে ৷

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে, কাঁথি মহকুমাশাসকের দফতরের গেটের সামনে, কাঁথি চৌরঙ্গী মোড়ে , কাঁথি পৌরসভার গেটে ও শহরের অন্যান্য এলাকায় মিলেছে এই পোস্টার ৷ কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও পর্যন্ত যা জানা যায়নি । তবে একে শাসকদলের চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি । যদিও তৃণমূল পুরোপুরি এই অভিযোগ অস্বীকার করেছে ।

চোর চোট্টা ! সিবিআই তদন্ত চেয়ে নিজের পাড়ায় পোস্টার পড়ল শুভেন্দুর নামে

আরও পড়ুন:সিআইডি এখন মমতা-অভিষেকের দারোয়ান, দেবযানী কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, "সাধারণ মানুষ যদি তদন্ত চায়, তাহলে ভুল কিছু দেখতে পাচ্ছি না ৷ তদন্ত যে কেউ চাইতে পারেন । সাধারণ মানুষ টিভির পর্দায় কাগজে টাকা মুড়ে নিতে দেখছেন শুভেন্দু অধিকারীকে । বিরোধী দলনেতার কত সম্পত্তি বেড়েছে, আমরা কাগজে ও টিভিতে দেখেছি । তাই সাধারণ মানুষের কাছে প্রশ্ন জেগেছে, এত সম্পত্তি কী করে বাড়ল ? সম্পত্তি বৃদ্ধির কারণটা সিবিআই দেখুক ! কিছু মানুষ ব্যক্তিগত ভাবে চাইছেন । পোস্টার নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ‌ থেকে কোনও নির্দেশ দেওয়া হয়নি ।"

সিবিআই তদন্ত চেয়ে নিজের পাড়ায় পোস্টার পড়ল শুভেন্দুর নামে

যদিও কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত বলেন, "তৃণমূল চক্রান্ত করে এই পোস্টারিং করেছে । আর রাজ্যে যারা সরকার চালাচ্ছে, সেটা একটা চিটিংবাজের দল । জনসমক্ষে প্রমাণ হয়ে গিয়েছে, ওরা গণতন্ত্রের হত্যা করেছে । এদের পশ্চিমবাংলার মানুষ হিসেবে গণ্য করতে আমাদের লজ্জা লাগে । সাধারণ মানুষের টাকা নয়ছয় করেছে, যেটা প্রমাণ হয়ে গিয়েছে । সেগুলো ধামাচাপা দেওয়ার জন্যই এই চক্রান্ত করছে তারা ।"

ABOUT THE AUTHOR

...view details