খেজুরি, 26 জুন : খেজুরি যাওয়ার পথে BJP নেত্রী ভারতী ঘোষের গাড়ি আটকাল পুলিশ । আজ হেড়িয়ার কণ্ঠিবাড়িতে BJP-র কর্মীসভা ছিল। এছাড়াও হেড়িয়া তদন্ত কেন্দ্রে ঘেরাও কর্মসূচি ছিল BJP-র। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন ভারতী ঘোষ।
হেড়িয়া থেকে বোগা যাওয়ার সময় হেড়িয়া বোগা রোডে তাঁর গাড়ি আটকায় পুলিশ। ভারতীর গাড়ি কেন আটকানো হল তা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কর্মীরা । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা ।
শুধু গাড়ি আটকেই সীমাবদ্ধ থাকেনি পুলিশ। ভারতী ঘোষের অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে। টেনে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন , "আমার গাড়ি মাঝপথে আটকে দেয় পুলিশ । আমাকে এগোতে না দেওয়ার চেষ্টা হচ্ছে । আমি কেন এগোতে পারব না ? এরা আমাকে ধাক্কা মেরেছে । এরা তো পুলিশ না , এরা তো রাক্ষসের জায়গায় পৌঁছে গেছে । এরা পুলিশ নয়, রাক্ষস । সাধারণ মানুষের রক্ত খেয়ে বেঁচে আছে। আজকে পশ্চিমবঙ্গে সন্ত্রাস এরকম অবস্থায় দাঁড়িয়েছে যে কেউ কারও বাড়ি যেতে পারছে না । "
ভিডিয়োয় শুনুন ভারতী ঘোষের বক্তব্য এদিকে তাদের ঘোষিত কর্মসূচিতে বাধা দেওয়ায় BJP কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে । সংঘর্ষে আহত হয়েছেন খেজুরি থানার OC গোপাল পাত্র । এক BJP কর্মীও আহত হয়েছেন বলে খবর।
ভিডিয়োয় দেখুন ধুন্ধুমার হেড়িয়া পুলিশের বাধায় নির্ধারিত সময়ে কণ্ঠিবাড়ি পৌঁছাতে পারেননি ভারতী। খেজুরি থেকে শেষ পর্যন্ত বাইকে করে হেড়িয়া যোন তিনি । সেখানে সভা করেন । এবং হেড়িয়া তদন্ত কেন্দ্রে ডেপুটেশন দেন।
এদিকে পুলিশ ও BJP কর্মীদের খণ্ডযুদ্ধে 1 BJP কর্মী এবং 2 থানার OC সহ 8 পুলিশকর্মী আহত হয়েছেন। খেজুরি থানার OC গোপাল পাত্র সহ কাঁথি মহিলা থানার OC অনুষ্কা মাইতি আহত হন। তাদে হেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ভারতী ঘোষ, তপন মাইতি সহ একাধিক BJP নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুর্ব মেদিনীপুর পুলিশ ।
ভিডিয়োয় দেখুন ধুন্ধুমার হেড়িয়াধুন্ধুমার হেড়িয়া কাঁথি মহিলা থানার OC অনুষ্কা মাইতির অভিযোগ, BJP কর্মীরা তাঁর শ্লীলতাহানি করেছে। ছিঁড়ে দেওয়া হয় তাঁর ইউনিফর্ম । প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের আচরণে হতবাক পূর্ব মেদিনীপুর পুলিশ ।
পুলিশ সুপার ভি সোলেমান নেশা কুমার বলেন, "খেজুরিতে BJP-র কর্মসূচির কোনও অনুমতি ছিল না । সম্প্রতি ওই এলাকায় গন্ডগোল হয়েছে । তাই সেখানে কোনও রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি । লিখিতভাবে এবিষয়ে BJP-কে জানানো হয়েছিল । আজ যারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে । "
তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, " শান্তি বিঘ্নিত করার জন্য ইচ্ছাকৃতভাবে ভারতী ঘোষকে দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছে BJP । পুলিশ প্রশাসনের গায়ে হাত তোলার মতো লজ্জাজনক ঘটনা পূর্ব মেদিনীপুরে এর আগে হয়নি । এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি । পাশাপাশি সোনা চুরির দায়ে অভিযুক্ত ভারতী ঘোষের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি । "