পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari : গৃহবন্দি করা যায়নি, রাস্তাতে শুভেন্দুর গাড়ি আটকাল পুলিশ - শুভেন্দু অধিকারীর গাড়ি আটকাল পুলিশ

হাওড়ার দিকে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা । মাঝপথেই শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে দেয় পুলিশ (Police stop Suvendu Adhikari) ।

Suvendu Adhikari News
রাস্তাতে শুভেন্দুর গাড়ি আটকাল পুলিশ

By

Published : Jun 12, 2022, 2:24 PM IST

Updated : Jun 12, 2022, 5:02 PM IST

কাঁথি, 12 জুন :সকাল থেকেই শুভেন্দু অধিকারীর বাড়ি ‘শান্তিকুঞ্জ’ ঘিরে রেখেছিল কাঁথি থানার পুলিশ । রাজ্যের বিরোধী দলনেতাকে হাওড়া না যাওয়ার ‘পরামর্শ’ দিয়ে একটি চিঠিও পাঠিয়েছিল কাঁথি থানা । যদিও শেষ পর্যন্ত গৃহবন্দি করে রাখা যায়নি অধিকারী বাড়ির মেজ ছেলেকে । ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি (Suvendu Adhikari)।

রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ি থেকে বেরিয়ে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বাড়িতে যান । তারপর সেখান থেকেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি । হাওড়া যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি এলাকার রাধামনি মোড়ে পুলিশ তাঁর কনভয় আটকে দেয় (Police stop Suvendu Adhikari on his way to Howrah)।

পুলিশকে শুভেন্দু জানান, তিনি কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছেন। আপাতত তিনি এখন রয়েছেন পূর্ব মেদিনীপুরে । সেখানে ১৪৪ ধারা জারি হয়নি। তাহলে কেন তাঁর কনভয় আটকানো হচ্ছে? এরপরেও পুলিশ রাস্তা ছাড়েনি বলে অভিযোগ । শুরু হয় উত্তপ্ত বাক্য-বিনিময় । রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ভিডিয়ো কলে কথাও বলেন বিরোধী দলনেতা ।

গাড়ি আটকানো নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য়

এই নিয়ে বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য একটি টুইটে লিখেছেন, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে রাখার পর মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাতে হাওড়ায় যেখানে বিজেপির দলীয় অফিস পুড়িয়ে ফেলা হয়েছে সেখানে যেতে না পারেন তা নিশ্চিত করছেন ৷ রাজ্যের সাম্প্রদায়িক হিংসা না কমিয়ে তিনি বিরোধীদের শায়েস্তা করতে চাইছেন ৷ তাঁরই ডাকা 'দুধেল গাই'-দের তাণ্ডব করার দিকে নয় ।"

আরও পড়ুন :অশান্তির জের, বেলডাঙা থানার আইসি বদল

Last Updated : Jun 12, 2022, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details