পূর্ব মেদিনীপুর, 25 ফেব্রুয়ারি :মেদিনীপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য হোটেল, লজে বহিরাগতদের আনাগোনা রুখতে নিরাপত্তা খতিয়ে দেখল জেলা কোতোয়ালি পুলিশ । অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এদিন দফায় দফায় বিভিন্ন হোটেল, লজের পাশাপাশি রাস্তায় রাস্তায় নাকা চেকিং করে আবাসিকদের উপযুক্ত কাগজপত্র দেখা হয় (Police starts Naka Checking in Midnapore) ।
পৌরসভা ভোটে মেদিনীপুর শহরের শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর পুলিশ । এদিন শহরের হোটেল এবং লজগুলিতে পুলিশের পদস্থ অফিসাররা একপ্রস্থ অভিযান চালান । খতিয়ে দেখা হয় হোটেলে থাকা আবাসিকদের কাগজপত্র ৷ অভিযানে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম চৌধুরী, জেলা পুলিশের আইসি পার্থ পাল ও অন্যান্য পদস্থ আধিকারিকরা ।