কাঁথি, 11 জুলাই: গ্রিনসিটি মিশন প্রকল্পে কাঁথি পৌরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই ৷ এবার এই দুর্নীতির তদন্তের সূত্রে কাঁথির অধিকারী পরিবারের নিবাস স্থল 'শান্তিকুঞ্জ'তে নোটিশ দিল পুলিশ ৷ সোমবার বিকেলে 'শান্তিকুঞ্জ'তে গিয়ে এই নোটিশ দিয়ে আসে কাঁথি থানার পুলিশ (police sends notice to members of Adhikari family) ৷ জানা গিয়েছে, এই নোটিশে নাম রয়েছে শিশির অধিকারীর বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীর ৷
উল্লেখ্য, গ্রিনসিটি মিশন প্রকল্পে কাঁথিতে বাতিস্তম্ভ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ অভিযোগ, এই প্রকল্পকে ঘিরে কয়েক বছর আগে বড় অঙ্কের আর্থিক দুর্নীতি হয় কাঁথি পৌরসভায় ৷ এই দুর্নীতির তদন্তে কাঁথি পৌরসভার তৎকালীন নির্বাহী কর্মকর্তা সমীর দে'কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ পাশাপাশি ইঞ্জিনিয়ার দিলীপ চুয়ানকে তদন্তের জন্য হেফাজতেও নেওয়া হয়েছিল কাঁথি থানার পক্ষ থেকে । যদিও দিলীপবাবু বর্তমানে এই কেসে জামিনে রয়েছেন ৷