রামনগর, 2 নভেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক মধুচক্রের আসরে তল্লাশি অভিযান চালায় পুলিশ । অভিযানে দুই নাবালিকা সহ 6 যুবতিকে আটক করা হয় । গ্রেপ্তার করা হয় তিন যুবককে ।
পুলিশ অভিযানে মধুচক্র থেকে গ্রেপ্তার 3 - mondarmoni
পুলিশি অভিযানে দুই নাবালিকা সহ আটক ছয় যুবতি, গ্রেপ্তার তিন যুবক । শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের রামনগর বাজার ও তাজপুরের দুটি হোটেলে যৌথ তল্লাশি অভিযান চালায় রামনগর থানা ও মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ।
গতকাল গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বাজার ও তাজপুরের দুটি হোটেলে যৌথভাবে অভিযান চালায় রামনগর ও মন্দারমণি কোস্টাল থানার পুলিশ । রামনগর থানার কাছে একটি হোটেলে হানা দেয় পুলিশ । সেখান থেকে দুই নাবালিকা সহ এক যুবতিকে আটক করা হয় । এছাড়া গ্রেপ্তার করা হয় দুই যুবককে ।
পাশাপাশি তাজপুরের একটি হোটেলে মধুচক্রের আসর থেকে 3 যুবতিকে উদ্ধারের পাশাপাশি 1 যুবককে গ্রেপ্তার করে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ । অভিযোগ, ওই হোটেলগুলিতে দীর্ঘদিন ধরে মুধচক্র চলছিল । আজ অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয় । আদালত তাদের জেল হেপাজতে পাঠায় । মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন, "এমন অভিযান আগামীতেও চলবে ।"