কাঁথি (পূর্ব মেদিনীপুর), 7 অক্টোবর : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই তথা বিজেপি (BJP) নেতা সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) কাঁথি থানায় একাধিক দুর্নীতির মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । দীর্ঘ টালবাহানার পর শুক্রবার সকালে কাঁথি থানায় আসেন সৌমেন্দু । তাঁর সঙ্গে রয়েছেন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ও আইনজীবী অনির্বাণ চক্রবর্তী ।
কাঁথি পৌরসভার (Contai Municipality) পৌরপ্রধান ছিলেন শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু ৷ সেই সময় একাধিক দুর্নীতি হয় বলে অভিযোগ (Contai Municipality Scam) ৷ যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার মধ্যে রয়েছে, কাঁথি পৌরসভার রাঙামাটি শ্মশানের স্টল বণ্টন নিয়ে দুর্নীতি । সারদা বিল্ডিংয়ের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি । কাঁথি পৌরসভার ত্রিপল চুরি ৷ এই সব দুর্নীতিতে সৌমেন্দু জড়িত রয়েছেন বলে অভিযোগ ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে এদিন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷
এই নিয়ে সাম্প্রতিক সময় রাজনীতির ময়দানে অনেক জলঘোলা হয়েছে ৷ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বারবার নিশানা করেছে কাঁথির অধিকারী পরিবারকে ৷ অন্যদিকে আদালতের চৌহদ্দিতেও এই অভিযোগের জল গড়িয়েছে ৷ সৌমেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের (Supreme Court)দ্বারস্থ হন এই নিয়ে । শীর্ষ আদালত সৌমেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছে । তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে ।