পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমাদের কি কুকুর ভাবেন নাকি, লকডাউন বলবৎ করতে গিয়ে বিরক্ত পুলিশ - enforce lockdown

শহরের দোকানগুলিতে আজ অভিযান চালায় পুলিশ । দিনের পর দিন সচেতন করেও যেভাবে লকডাউন ভঙ্গ করছেন সাধারণ মানুষ তাতে রীতিমতো বিরক্ত পুলিশকর্মীরাও । তাই এবার লকডাউনে দোকান বন্ধ করতে গিয়ে তমলুকের এক দোকান মালিককে পুলিশের প্রশ্ন, পুলিশকে কি কুকুর ভাবেন নাকি !

বিরক্ত পুলিশ
বিরক্ত পুলিশ

By

Published : Aug 8, 2020, 10:12 PM IST

তমলুক, 8 অগাস্ট : কোরোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার সাপ্তাহিক লকডাউন চালু করে ৷ আজ অগাস্ট মাসের দ্বিতীয় লকডাউন ৷ রাজ্যের মতো পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের রাস্তাঘাট প্রায় শুনশান । তবে তমলুক শহরের বেশকিছু দোকানপাট খোলা ছিল ৷ তাই লকডাউন বলবৎ করতে সকাল থেকেই শুরু হয় পুলিশি তৎপরতা ।

শহরের দোকানগুলিতে আজ অভিযান চালায় পুলিশ । দিনের পর দিন সচেতন করেও যেভাবে লকডাউন ভঙ্গ করছেন সাধারণ মানুষ তাতে রীতিমতো বিরক্ত পুলিশকর্মীরাও । তাই এবার লকডাউনে দোকান বন্ধ করতে গিয়ে তমলুকের এক দোকান মালিককে পুলিশের প্রশ্ন, পুলিশকে কি কুকুর ভাবেন নাকি !

লকডাউন বলবৎ করতে গিয়ে বিরক্ত পুলিশ

গোটা দেশের মতো রাজ্যেও দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ ৷ প্রতিদিনই আড়াই হাজারের বেশি লোক কোরোনায় সংক্রমিত হচ্ছেন ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ তবে এই পরিস্থিতিতে একটাই ভালো খবর রাজ্যে সুস্থতার হার যথেষ্ট ভালো ৷

রাজ্যে ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণে লাগাম টানতে সাপ্তাহিক লকডাউন জারি করে রাজ্য সরকার ৷ আজ সেই লকডাউনের অগাস্ট মাসের দ্বিতীয় দিন ৷ রাজ্যের প্রায় সর্বত্র লকডাউন মেনে চলা হলেও পূর্ব মেদিনীপুরের চিত্রটা কিছুটা আলাদা ছিল ৷ লকডাউন বলবর করতে রাস্তায় নামে পুলিশ প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details