পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুরবান খুনে CID তদন্তে না, পুলিশে আস্থা রাখতে বললেন শুভেন্দু - suvendu rally

কুরবান শাহ-র খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে শুভেন্দুর নেতৃত্বে পাঁশকুড়ায় মিছিল করে তৃণমূল । কুরবানের খুনের ঘটনায় CID তদন্তের দাবি জানিয়েছিল তাঁর পরিবার । গতকাল সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আমি পুলিশের ওপর আস্থা রাখতে বলব । পুলিশ চেষ্টা করছে ।

কুরবান

By

Published : Oct 14, 2019, 6:05 AM IST

Updated : Oct 14, 2019, 8:06 AM IST

পাঁশকুড়া, 14 অক্টোবর: পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেস নেতা কুরবান শাহ-র খুনের ঘটনায় পুলিশে আস্থা রাখতে বললেন শুভেন্দু অধিকারী । কুরবান তৃণমূল কংগ্রেসের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন । নবমীর রাতে মাইশোরাতে দলীয় কার্যালয়ে খুন হন তিনি । খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে শুভেন্দুর নেতৃত্বে পাঁশকুড়ায় মিছিল করে তৃণমূল । কুরবানের খুনের ঘটনায় CID তদন্তের দাবি জানিয়েছিল তাঁর পরিবার । গতকাল সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আমি পুলিশের ওপর আস্থা রাখতে বলব । পুলিশ চেষ্টা করছে । খুনিরা ভারতবর্ষের যেখানেই থাকুক, পুলিশ চাইলেই তাদের গ্রেপ্তার করতে পারে । "

পরিবারের দাবি রাজনৈতিক কারণেই কুরবান খুন হয়েছেন । কুরবানের বিবি সহ তাঁর পরিবার খুনের ঘটনায় আনিসুর রহমানের দিকে অভিযোগের আঙুল তুলেছে । আনিসুর তৃণমূলের যুব নেতা ছিলেন । বর্তমান তিনি BJP-তে রয়েছেন । আনিসুরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দুও । আনিসুরকেই মূল আসামি করে পুলিশে খুনের মামলা দায়ের হয়েছে । বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । কিন্তু তদন্তে নেমে পুলিশ প্রথমেই গ্রেপ্তার করেছে পাঁশকুড়া ব্লক তৃণমূল নেতা খালেক খানকে । স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব । BJP-র তরফে কুরবানের খুনের ঘটনা তৃণমূলের দলীয় কোন্দলের ফল বলে দাবি করা হয়েছিল আগেই । পাশাপাশি প্রকৃত ঘটনা সামনে আনার জন্য আনিসুর নিজেও CBI তদন্তের দাবি জানিয়েছেন ।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁশকুড়ায় মিছিল

তাই প্রাথমিকভাবে আনিসুরের দিকে অভিযোগের আঙুল তুললেও শুক্রবার কুরবানের শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁর বিবি তথা মাইশোরা পঞ্চায়েতের প্রধান সাবানা বিবি বলেন, "কুরবানের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ খুনের ঘটনায় জড়িত থাকতে পারে ।" তবে কুরবানের পরিবার এখনও বলছে যে, মূল চক্রান্তকারী আনিসুর । গতকাল মিছিলের পর শুভেন্দুও আনিসুরকে ইঙ্গিত করে বলেন,"কান টানলেই মাথা আসবে । খুনের চক্রান্ত যে করেছে তাকে গ্রেপ্তার করলেই সব স্পষ্ট হবে ।"

দেখুন ভিডিয়ো

পুলিশের বিশেষ তদন্তকারী দল রাজ্যের পাশাপাশি ভিনরাজ্যেও খুনিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে । দ্রুত খুনের কিনারা হবে বলে আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার ।

এদিন মিছিলে ছিলেন সৌমেন মহাপাত্র, ফিরোজা বিবি, নন্দ কুমার মিশ্র এবং কুরবান শাহ-র দাদা আফজাল আলি সহ আরও অনেকে ।

Last Updated : Oct 14, 2019, 8:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details