পাঁশকুড়া, 14 অক্টোবর: পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেস নেতা কুরবান শাহ-র খুনের ঘটনায় পুলিশে আস্থা রাখতে বললেন শুভেন্দু অধিকারী । কুরবান তৃণমূল কংগ্রেসের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন । নবমীর রাতে মাইশোরাতে দলীয় কার্যালয়ে খুন হন তিনি । খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে শুভেন্দুর নেতৃত্বে পাঁশকুড়ায় মিছিল করে তৃণমূল । কুরবানের খুনের ঘটনায় CID তদন্তের দাবি জানিয়েছিল তাঁর পরিবার । গতকাল সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আমি পুলিশের ওপর আস্থা রাখতে বলব । পুলিশ চেষ্টা করছে । খুনিরা ভারতবর্ষের যেখানেই থাকুক, পুলিশ চাইলেই তাদের গ্রেপ্তার করতে পারে । "
পরিবারের দাবি রাজনৈতিক কারণেই কুরবান খুন হয়েছেন । কুরবানের বিবি সহ তাঁর পরিবার খুনের ঘটনায় আনিসুর রহমানের দিকে অভিযোগের আঙুল তুলেছে । আনিসুর তৃণমূলের যুব নেতা ছিলেন । বর্তমান তিনি BJP-তে রয়েছেন । আনিসুরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন শুভেন্দুও । আনিসুরকেই মূল আসামি করে পুলিশে খুনের মামলা দায়ের হয়েছে । বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । কিন্তু তদন্তে নেমে পুলিশ প্রথমেই গ্রেপ্তার করেছে পাঁশকুড়া ব্লক তৃণমূল নেতা খালেক খানকে । স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব । BJP-র তরফে কুরবানের খুনের ঘটনা তৃণমূলের দলীয় কোন্দলের ফল বলে দাবি করা হয়েছিল আগেই । পাশাপাশি প্রকৃত ঘটনা সামনে আনার জন্য আনিসুর নিজেও CBI তদন্তের দাবি জানিয়েছেন ।