পূর্ব মেদিনীপুর, 14 সেপ্টেম্বর: নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) বিজেপির 'হিংস্র' বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে পারত পুলিশ ৷ তবে 'সর্বোচ্চ' সংযম দেখিয়েছে সরকার ৷ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মঙ্গলবার নবান্ন অভিযানে অশান্তি বাধানোর জন্য বিজেপি ট্রেনে করে বোমা ও গুন্ডা ভিনরাজ্য থেকে আনিয়েছিল বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী (Mamata on BJP Nabanna Abhijan)৷
বিজেপির নবান্ন অভিযানের দিন জেলা সফরে ছিলেন মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার বিজেপির কর্মসুচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা থেকে হাওড়া ৷ সাঁতরাগাছি, মহাত্মা গান্ধি রোডে ধুন্ধুমার বাঁধে ৷ জলকামান ও কাঁদানে গ্যাস দিয়ে মিছিল ঠেকালেও বিক্ষোভকারীরা পুলিশের উপর পাল্টা হামলা চালান বলে অভিযোগ করেছে শাসকদল ৷ পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ পুলিশকে লক্ষ্য করে চলে ইট ও বোতলবৃষ্টি ৷ মারধরও করা হয় পুলিশকর্মীদের ৷ এই নিয়ে কাল থেকেই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এ বার এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷