কাঁথি, 5 নভেম্বর: শ্মশানের জন্য বরাদ্দ জায়গায় বেআইনি ভাবে দোকান তৈরি করা হয়েছিল ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের রাঙামাটি শ্মশানে অস্থায়ী দোকান বা স্টল নির্মাণের সময় রামচন্দ্র পণ্ডা ঠিকাদার হিসেবে নিযুক্ত ছিলেন । এ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করছিল কাঁথি থানার তদন্তকারী আধিকারিকরা । এবার অধিকারী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার রামচন্দ্র পণ্ডাকে গ্রেফতার করল পুলিশ । শনিবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে (Purba Medinipur Contai Municipality) ।
প্রসঙ্গত, কাঁথি পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুবল মান্না শ্মশানের জমি অবৈধ ব্যবহার করা নিয়ে তিনজনের বিরুদ্ধে এফআইআর করেন ৷ তার মধ্যে একজন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া সৌমেন্দু অধিকারী ৷ সুবল মান্নার অভিযোগ, কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন শ্মশানের জমিতে বেআইনি ভাবে অস্থায়ী দোকান বা স্টল তৈরিতে মদত জুগিয়েছেন সৌমেন্দু ৷
এই নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টেও ৷ কলকাতা হাইকোর্ট 11 অগস্ট সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করা না করার নির্দেশে দেয় ৷ পরে কাঁথি থানা তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ৷ পুলিশের পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ফের আদালতের দ্বারস্থ হন ৷ 29 সেপ্টেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, দশমীর পরে তাঁকে ডাকতে পারে পুলিশ ৷