পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যে কোনও ব্যবস্থায় শেষ কথা বলে জনগণ : শুভেন্দু - অরাজনৈতিক সভায় শুভেন্দু

মহিষাদলে কোনও রাজনৈতিক বার্তা না দিলেও বক্তব্যের শেষে শুভেন্দুবাবু বলেন, "বাংলা ও বাঙালির সেবক হিসেবে কাজ করে যাব ।"

suvendu
suvendu

By

Published : Nov 29, 2020, 5:28 PM IST

Updated : Nov 29, 2020, 6:51 PM IST

মহিষাদল, 29 নভেম্বর : মন্ত্রিত্ব ছাড়ার পর আজ মহিষাদলে স্বাধীনতাসংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণসভায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী । এই ধরনের অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি যে রাজনীতির কথা বলবেন না তার ইঙ্গিত আগেই মিলেছিল । হলও তাই । তাঁর বক্তব্যের সময় কয়েকজন হাততালি দিয়ে উঠতে গেলেও থামিয়ে দেন তিনি । তবে বক্তব্য শেষ করতে করতে জানিয়ে যান, তিনি রাস্তাতেই থাকবেন ।

গত শুক্রবারই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দুবাবু । আর আজ আসেন মহিষাদলে । স্বাধীনতা সংগ্রামী রণজিতকুমার বয়ালের স্মরণসভায় যোগ দেন । সেখানকার মাটিকে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন ।

কেউ লিফটে ওঠেনি-প্যারাসুটে নামেনি, শুভেন্দুকে জবাবি আক্রমণে অভিষেক

ভিড় দেখে তিনি বলেন, আগামীদিনে সংগ্রাম ও প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটিই তাঁর কাছে অনুপ্রেরণা । জানিয়ে দেন, প্রতি বছরের মতো 3 ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস, 17 ডিসেম্বর তাম্প্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করবেন । বলেন, "প্রত্যেক বছরের মতো জনতা জনার্দনকে নিয়ে আমি তা পালন করব ।"

বক্তব্যের একেবারে শেষ দিকে তিনি বলেন, পুরো ব্যবস্থাটা চলবে ফর দা পিপল, বাই দা পিপল ও অফ দা পিপল । সমস্ত ব্যবস্থার ক্ষেত্রে শেষ কথা বলে জনগণ । বলেন,"বাংলা ও বাঙালির সেবক হিসেবে কাজ করে যাব । আমি রাস্তায় থাকব ।"

Last Updated : Nov 29, 2020, 6:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details