নন্দীগ্রাম, ২৬ মার্চ : কোরোনার সংক্রমণ রুখতে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে লকডাউন ঘোষণা করা হয়েছে দেশজুড়ে । কিন্তু সেই সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নন্দীগ্রামের জৈনপুরে ফুটবল খেলায় মেতে ওঠে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরা কয়েকজন যুবক । এলাকাবাসীর তরফে খবর পেয়ে জমায়েতে বাধা দিতে গিয়ে আক্রান্ত হল নন্দীগ্রাম থানার রেয়াপাড়া ফাঁড়ির পুলিশ । ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে । আহত এক ASI সহ তিন কনস্টেবলকে চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে ৷
লকডাউন উপেক্ষা করে ফুটবল, বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশ - কোরোনাভাইরাস খবর
ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছেন নন্দীগ্রামের কয়েকজন যুবক । জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে 14দিন হোম কোয়ারেনটাইনে থাকার কথা ছিল তাদের ৷ কিন্তু সেই বিধি-নিষেধের তোয়াক্কা না করে ফুটবল খেলায় মেতে ওঠে । পুলিশ গিয়ে মাঠে খেলা বন্ধ করে দিলে যুবকরা উত্তপ্ত হয়ে চার পুলিশকর্মীকে ধাক্কাধাক্কি ও মারধর করে ।
![লকডাউন উপেক্ষা করে ফুটবল, বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশ People returned from another state played football during lockdown situation, obstructed police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6551851-thumbnail-3x2-emid.jpg)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামে ফুটবল মাঠে আজ সকাল 11টা থেকে ফুটবল খেলায় মেতে ওঠে এলাকার বেশ কিছু যুবক । তাদের মধ্যে অধিকাংশ যুবকই ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতো । জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে তাদের 14দিন হোম কোয়ারেনটাইনে থাকার কথা ছিল । কিন্তু সেই বিধি-নিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়েই বাড়ি ফেরার আনন্দে ফুটবল খেলায় মেতে ওঠে । তাদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করে এলাকার বেশ কিছু যুবক । যে কারণে স্থানীয় বাসিন্দারা কোরোনা সংক্রমণের আতঙ্কে ফোন করে রেয়াপাড়া ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানান । খবর পেয়ে কর্তব্যরত SI সাগর বেরা ও তিন কনস্টেবল গাড়ি নিয়ে ঘটনা স্থানের উদ্দেশ্যে রওনা দেন । মাঠে গিয়ে খেলা বন্ধ করার অনুরোধ জানানো হলেও তাতে কর্ণপাত করেনি ওই যুবকেরা । পরে ফাঁড়ি থেকে আরও পুলিশ গিয়ে মাঠে খেলা বন্ধ করে দিলে যুবকরা উত্তপ্ত হয়ে চার পুলিশকর্মীকে ধাক্কাধাক্কি ও মারধর করে । এমনকী ইটপাটকেল ছুড়ে পুলিশের গাড়ি ভেঙে দেওয়া হয় । পরে সাড়ে বারোটা নাগাদ নন্দীগ্রাম থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত চার পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। ঘটনায় ইতিমধ্যেই লকডাউন না মানার কারণে তিন যুবককে আটক করেছে পুলিশ।
নন্দীগ্রাম থানার OC অজিতকুমার ঝাঁ জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় ইতিমধ্যে তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ।