পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেই মাস্ক, মানা হল না সামাজিক দূরত্ব; ভিড় কাঁথির বাজারে - পূর্ব মেদিনীপুর

মাস্ক না পরেই বাজার করতে দেখা গেল অনেককে । সামাজিক দূরত্বও মানা হচ্ছে না । এই ছবি দেখা গেল কাঁথির বাজারে ।

নিয়মের তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই কাঁথির বাজারে ভিড় ক্রেতাদের
নিয়মের তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই কাঁথির বাজারে ভিড় ক্রেতাদের

By

Published : Apr 20, 2020, 8:22 PM IST

কাঁথি, 20 এপ্রিল: নাকে-মুখে ঢাকা দিয়ে বাইরে বের হতে হবে । নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । তারপরও মাস্ক না পরেই বাজারে দেখা গেল অনেককেই । পূর্ব মেদিনীপুরের কাঁথিতেই ধরা পড়ল এই ছবি ।

কাঁথি পৌরসভার তরফে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে বাজার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এই পদক্ষেপ । কিন্তু আজ বাজারে গিয়ে দেখা গেল অন্য ছবি । মাস্ক ছাড়াই বাজার করতে দেখা গেল অনেককে । এমনকী সামাজিক দূরত্বও মানছেন না অনেকে । এরপরই ব্যবসায়ী ও পৌরসভার তরফে বলা হয়, মাস্ক পরে না এলে বাজার থেকে কেউ জিনিস কিনতে পারবেন না । এমনকী কোনও ব্যবসায়ী যদি মাস্ক না পরে আসেন তাহলে তাঁর দোকানও তুলে দেওয়া হবে ।

এই নিয়ে কাঁথি সুপার মার্কেটের মার্কেট ইনচার্জ হরিপদ চক্রবর্তী বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্রেতারা মাস্ক পরে না এলে জিনিস বিক্রি করা হবে না । এমনকী কোনও দোকানদারও যদি মাস্ক না পরেন তাহলে তাঁর দোকানও তুলে দেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details