ময়না, 22 জুলাই : রাজ্যজুড়ে কিছুটা শিথিল হলেও জারি রয়েছে করোনা বিধিনিষেধ ৷ কিন্তু উল্টোরথে সেই বিধি উপেক্ষা করে ডিজে বক্স বাজানোর অভিযোগ উঠল একটি ক্লাবের বিরুদ্ধে । এই বাজনা শুনতে কয়েক হাজার মানুষ জড়ো হয় ওই জায়গায় । ডিজে থামিয়ে মানুষের ভিড় সরাত গেলে পুলিশের উপর হামলা চালায় উত্তেজিত জনতা ৷ গুরুতর জখম হন এক পুলিশকর্মী । তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত 14 জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, মঙ্গলবার উল্টোরথ উপলক্ষ্যে ময়না থানার চিরঞ্জীবপুর গ্রামের একটি ক্লাব ডিজে বক্স বাজানোর প্রতিযোগিতা শুরু করে । এদিন বিকেলে ওই গ্রামে দূর দূরান্ত থেকে হাজির হয় কয়েক হাজার মানুষ । করোনা বিধিনিষেধের তোয়াক্কা না করেই চলতে ডিজে বক্স বাজানো । প্রচণ্ড আওয়াজে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে ৷ ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ । বক্স বাজানো বন্ধ করে মানুষের ভিড় সরাতে গেলে উত্তেজিত জনতা পুলিশের উপর আচমকা চড়াও হয় । চলে গাড়ি ভাঙচুর, এমনকি পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । গুরুতর জখম হন কনস্টেবল তপন কুমার ভুঁইয়া । রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । মাথায় চোট লাগায় পরে তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ ।