পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উল্টোরথে ডিজে বক্স বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার 14 - ডিজে বক্স

রাজ্যে করোনা বিধিনিষেধ লাগু থাকলেও কানে তুলছেন না সাধারণ মানুষ ৷ উল্টোরথে ডিজে বক্স বাজানো আর সেখানে ভিড় জমানো কয়েক হাজার মানুষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের চিরঞ্জীবপুর গ্রাম ৷

ডিজে বক্স বাজানো শুনতে ভিড় জমিয়েছে মানুষ
ডিজে বক্স বাজানো শুনতে ভিড় জমিয়েছে মানুষ

By

Published : Jul 22, 2021, 7:43 AM IST

Updated : Jul 22, 2021, 9:20 AM IST

ময়না, 22 জুলাই : রাজ্যজুড়ে কিছুটা শিথিল হলেও জারি রয়েছে করোনা বিধিনিষেধ ৷ কিন্তু উল্টোরথে সেই বিধি উপেক্ষা করে ডিজে বক্স বাজানোর অভিযোগ উঠল একটি ক্লাবের বিরুদ্ধে । এই বাজনা শুনতে কয়েক হাজার মানুষ জড়ো হয় ওই জায়গায় । ডিজে থামিয়ে মানুষের ভিড় সরাত গেলে পুলিশের উপর হামলা চালায় উত্তেজিত জনতা ৷ গুরুতর জখম হন এক পুলিশকর্মী । তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত 14 জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ ।

উল্টোরথে ডিজে বক্স বাজানোয় বাধা দিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ সাধারণের

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, মঙ্গলবার উল্টোরথ উপলক্ষ্যে ময়না থানার চিরঞ্জীবপুর গ্রামের একটি ক্লাব ডিজে বক্স বাজানোর প্রতিযোগিতা শুরু করে । এদিন বিকেলে ওই গ্রামে দূর দূরান্ত থেকে হাজির হয় কয়েক হাজার মানুষ । করোনা বিধিনিষেধের তোয়াক্কা না করেই চলতে ডিজে বক্স বাজানো । প্রচণ্ড আওয়াজে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় পুলিশে ৷ ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ । বক্স বাজানো বন্ধ করে মানুষের ভিড় সরাতে গেলে উত্তেজিত জনতা পুলিশের উপর আচমকা চড়াও হয় । চলে গাড়ি ভাঙচুর, এমনকি পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । গুরুতর জখম হন কনস্টেবল তপন কুমার ভুঁইয়া । রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । মাথায় চোট লাগায় পরে তাঁকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ ।

আরও পড়ুন : Bangladesh–India border : দুষ্কৃতীদের তাণ্ডব-বিএসএফের কড়া নিয়ম, দীর্ঘ সমস্যায় সীমান্তবর্তী কৃষকরা

আহত পুলশকর্মী তপন কুমার ভুঁইয়া বলেন, "তিনটি বক্স কাছাকাছি বাজছিল ৷ ফোর্সের সবাই ওখানে পৌঁছাই ৷ তখন লোকে লোকারণ্য ৷" পুলিশ বাহিনী দেখে সবাই দৌড়ে পালিয়ে যায় ৷ কমিটির লোকেরা পুলিশকে বাজনা বন্ধ করার কথা বলে মাইকে সবাইকে ধীরে সুস্থে বাড়ি চলে যেতে বলে ৷ এর প্রায় আধ ঘণ্টা পর কিছু মানুষ উত্তেজিত হয়ে মারুতি গাড়ির কাচ ভেঙে দেয় ৷ তখন তাদের লাঠি উঁচিয়ে ভয় দেখায় পুলিশ ৷ তাতে জনতা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে থাকে ৷ তখন পিছনে থাকা এক সহকর্মীকে উদ্ধার করতে যান কনস্টেবল তপন ৷ "সেই সময় একজন পিছন থেকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে ৷ আমি ঢালাই রাস্তায় পড়ে যাই", বলেন তিনি ৷ তবে মারুতি গাড়িটি পিছনে থাকায় অনেকটাই বেঁচে গিয়েছেন পুলিশকর্মীরা, জানিয়েছেন কনস্টেবল ৷

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান বলেন, "ঘটনায় একজন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন । তমলুক হাসপাতালে অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ।" এখনও অবধি 14 জনকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি । বুধবার ধৃতদের তমলুক আদালতে তোলা হয় ।

Last Updated : Jul 22, 2021, 9:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details