খেজুরি, 31 মার্চ : দেশজুড়ে লকডাউন ৷ কোরোনা সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ কিন্তু প্রশাসনের এই নির্দেশকে মানছেন না অনেকেই ৷ এমনই ছবি দেখা গেল খেজুরি হাঁসচড়া বাজারে ৷ সামাজিক দূরত্বকে না মেনেই মানুষ ভিড় করেছে সেখানে ৷ পাশাপাশি জেলার কাকদেবীচক গ্রামে ফুটবল খেলতে দেখা গেল কয়েকজনকে ৷
বাজারে উপচে পড়া ভিড়, মাঠে চলছে ফুটবল খেলা ! - People are gathering Midnapore market
প্রশাসনের তরফ থেকে মাইকে বার বার ঘোষণা করা হয়েছে যে ,আপনারা বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন ও অপর কে সুস্থ রাখুন । কিন্তু প্রশাসনের নির্দেশকে কে আর মানছে ! চণ্ডীপুর থানার হাঁসচড়া বাজারে ক্রেতারা ভিড় করে বাজার করছে ৷ অন্যদিকে, চায়ের দোকানে চলছে আড্ডা ও মাঠে ফুটবল খেলা ৷
খেজুরি বাজারে ভিড়
প্রশাসনের তরফ থেকে মাইকে বার বার ঘোষণা করা হয়েছে যে ,আপনারা বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন ও অপর কে সুস্থ রাখুন । কিন্তু প্রশাসনের নির্দেশ কে আর মানছে ! চণ্ডীপুর থানার হাঁসচড়া বাজারে ক্রেতারা ভিড় করে বাজার করছে ৷ অন্যদিকে, চায়ের দোকানে চলছে আড্ডা ও মাঠে ফুটবল খেলা ৷
এই বিষয়ে জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে ,তিনি বলেন, "বিষয়টি আমার জানা নেই । খোঁজ নিয়ে দেখছি । "