পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনা নোটিসে বন্ধ ফেরি, গেঁওখালিতে বিক্ষোভ যাত্রীদের

নোটিস ছাড়াই ফেরি সার্ভিস বন্ধ মহিষাদলের গেঁওখালি থেকে নুরপুর ও গাদিয়াড়ায়। ফলে সাত সকালে গন্তব্যে পৌঁছতে না পেরে বিক্ষোভ দেখান যাত্রীরা । পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

গেঁওখালিতে বন্ধ ফেরি সার্ভিস
মহিষাদলের গেঁওখালিতে যাত্রী বিক্ষোভ

By

Published : Jun 3, 2020, 3:42 PM IST

মহিষাদল,3 জুন: বিনা নোটিসে গেঁওখালি থেকে নুরপুর ও গাদিয়াড়া লঞ্চ পরিসেবা বন্ধ থাকায় বিক্ষোভ দেখালেন যাত্রীরা। আমফানের পর জলপথ পরিবহণ দপ্তরের পক্ষ থেকে যাত্রী পরিষেবা স্বাভাবিক করা হলেও হঠাৎই কোনরকম নোটিস ছাড়া বুধবার সকাল থেকে বন্ধ হয়ে যায় সেই পরিষেবা। যে কারণে গেঁওখালি ফেরিঘাটে এসে লঞ্চে করে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। পরে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদল ব্লকের গেঁওখালি থেকে হাওড়ার নুরপুর ও গাদিয়াড়ায় প্রতিনিয়ত লঞ্চে করে কলকাতায় যাতায়াত করেন পূর্ব মেদিনীপুরের বহু মানুষ। আমফানের প্রভাবে জেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গত মাসের ২০ তারিখের পর থেকে সেই পরিষেবা বন্ধ ছিল। তবে চলতি মাসের ১ তারিখ থেকে ফের স্বাভাবিক হয় পরিষেবা।গত দুদিন সেই ফেরি সার্ভিস স্বাভাবিক থাকার পর আজ হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়। ফলে বুধবার সকালে লঞ্চ না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় শতাধিক যাত্রী । প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ। পরে মহিষাদল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও প্রশাসন সূত্রে খবর, জেটি সঠিকভাবে মেরামত না হওয়ার কারণেই এদিন বন্ধ করে দেওয়া হয় গেঁওখালির ফেরিঘাটটি।

সমরেশ দাস নামে বিক্ষোভকারী এক যাত্রীর অভিযোগ, “গতকাল গেঁওখালি ফেরিঘাটে এসে আমরা দেখেগেছি ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। সেইমতো আজ কাজে যোগ দেওয়ার জন্য লঞ্চ ধরতে আসি । তবে হঠাৎ করে বিনা নোটিসে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ায় হয়রানির শিকার হতে হয়েছে আমাদের । তাঁর দাবি, দ্রুত সরকারি নির্দেশিকা মেনে ফেরি সার্ভিস চালু হোক। ”

এ বিষয়ে মহিষাদলের বিডিও জয়ন্ত দে জানিয়েছেন, “গেঁওখালি থেকে ফেরি সার্ভিস দুদিনের জন্য চালু করা হয়েছিল। গতকাল পরিবহণ দপ্তরের ইঞ্জিনিয়াররা জেটি পরিদর্শন করার পর সিদ্ধান্ত নেন সেটি বিপদজনক অবস্থায় রয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই সেটিকে দ্রুত মেরামতির জন্যই ফেরি সার্ভিস আজ বন্ধ করা হয়েছে। গেঁওখালির জেটিটি সম্পূর্ণরূপে মেরামতের পর দ্রুত যাত্রী পরিষেবা স্বাভাবিক করা হবে।”

ABOUT THE AUTHOR

...view details