কাঁথি, 2 অগস্ট : পারিবারিক অশান্তি যদিও লেগেই থাকত ৷ তবে তার পরিণতি এতটা মর্মান্তিক হবে প্রতিবেশীরা কেউ ভাবতেই পারেননি ৷ গতকাল রাত পর্যন্তও পাড়ার লোকের সঙ্গে ভালভাবে কথা বলেছেন ৷ তারপরই এদিন সকালে নন্দলাল ঘোড়াই (80) ও তাঁর স্ত্রী রেবতীরানি ঘোড়াইয়ের মৃতদেহ উদ্ধার হল ৷ আত্মহত্যা না খুন, তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে ৷ এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার চক গাজীপুরে ৷ মহিষাদল থানার পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করেছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা ৷ তবে পারিবারিক অশান্তির ঘটনা নেপথ্যে থাকায় বৃদ্ধ দম্পতির ছেলেদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছেলেদের সঙ্গে বিবাদ চলছিল নন্দলাল ঘোড়াই এবং রেবতীরানি ঘোড়াইয়ের ৷ তার সঙ্গেই ছিল বার্ধক্যজনিত রোগভোগ ৷ ছেলেদের সঙ্গে বিবাদের জেরে আলাদা থাকতেন বৃদ্ধ-বৃদ্ধা ৷ পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হওয়ার কথা মাঝে মধ্যেই বলতেন বৃদ্ধ ৷ তবে পাড়ার লোকের সঙ্গে সম্পর্ক ভালই ছিল ৷ তাঁদেরই অভিযোগ, এই ঘটনা আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে তাঁদের মধ্যে ৷ আগের দিন রাতেও তাঁদের সঙ্গে ভালভাবে কথা বলেছেন বৃ্দ্ধ নন্দলাল ৷ এদিন সকালে প্রতিবেশীরা বৃদ্ধ-বৃদ্ধার মৃতদেহ লক্ষ্য করেন ৷ তাঁরাই মহিষাদল থানায় খবর দেন ৷ পুলিশ এসে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।