ভগবানপুর, 5 মার্চ : CPI(M) ছেড়ে প্রায় BJP-তে যোগদান । গতকাল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বাম থেকে গেরুয়া শিবিরে যোগ দান করেন অনেকে ৷ BJP-র দাবি, এক হাজারেরও বেশি মানুষ তাঁদের দলে যোদ দেন ৷ ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও CPI(M)-র জেলা কমিটির সদস্য সুব্রত মহাপাত্রও যোগ দেব । BJP-র কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয় সাতমাইলে CPI(M) থেকে আসা সুব্রত ও তাঁর অনুগামীদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ।
প্রসঙ্গত, 1993-98 সাল পর্যন্ত ভগবানপুর-1 পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলেছিলেন সুব্রতবাবু । পরে, 2013-18 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন । জেলা CPI(M) সূত্রে জানা গিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে তিনি দলীয় সমস্ত পদ থেকে অব্যাহতি পাওয়ার জন্য লিখিত আবেদন করেছিলেন । এক সময় লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল ভগবানপুর। কিন্তু, রাজনৈতিক ক্ষমতা বদলের পর শাসকদলের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াইও করেছিলেন প্রাক্তন এই CPI(M) নেতা । এমন দক্ষ সংগঠককে বিধানসভা ভোটের আগে নিজেদের শিবিরে আনতে পেরে চাঙ্গা জেলা BJP নেতৃত্ব ।