পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভগবানপুরে CPI(M)-র জেলা কমিটির সদস্যসহ BJP-তে যোগ কয়েকশো কর্মীর

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে CPI(M) ছেড়ে BJP-তে যোগদান করলেন অনেকে ৷ BJP-র দাবি, এক হাজারেরও বেশি বাম কর্মী-সমর্থক তাঁদের দলে যোগ দেন ৷ ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও CPI(M)-র জেলা কমিটির সদস্য সুব্রত মহাপাত্রও যোগ দেন BJP-তে ৷ তাঁদের হাতে BJP-র পতাকা তুলে দেন BJP-র জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ।

ছবি
ছবি

By

Published : Mar 5, 2020, 10:27 AM IST

Updated : Mar 5, 2020, 10:37 AM IST

ভগবানপুর, 5 মার্চ : CPI(M) ছেড়ে প্রায় BJP-তে যোগদান । গতকাল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বাম থেকে গেরুয়া শিবিরে যোগ দান করেন অনেকে ৷ BJP-র দাবি, এক হাজারেরও বেশি মানুষ তাঁদের দলে যোদ দেন ৷ ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও CPI(M)-র জেলা কমিটির সদস্য সুব্রত মহাপাত্রও যোগ দেব । BJP-র কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয় সাতমাইলে CPI(M) থেকে আসা সুব্রত ও তাঁর অনুগামীদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ।

প্রসঙ্গত, 1993-98 সাল পর্যন্ত ভগবানপুর-1 পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলেছিলেন সুব্রতবাবু । পরে, 2013-18 সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন । জেলা CPI(M) সূত্রে জানা গিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে তিনি দলীয় সমস্ত পদ থেকে অব্যাহতি পাওয়ার জন্য লিখিত আবেদন করেছিলেন । এক সময় লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল ভগবানপুর। কিন্তু, রাজনৈতিক ক্ষমতা বদলের পর শাসকদলের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াইও করেছিলেন প্রাক্তন এই CPI(M) নেতা । এমন দক্ষ সংগঠককে বিধানসভা ভোটের আগে নিজেদের শিবিরে আনতে পেরে চাঙ্গা জেলা BJP নেতৃত্ব ।

এই প্রসঙ্গে BJP-র জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, " গোটা এলাকায় ওঁর জনসংযোগ খুবই ভালো । আগামী দিনে ওঁর নেতৃত্বে সোনার বাংলা গড়তে অনেকেই আমাদের দলে যোগদান করবেন আশা করছি ।" অন্যদিকে, সুব্রত বাবুকে জিজ্ঞাসা করা হয়, দীর্ঘদিন বাদে কেন বামপন্থী রাজনীতি ছাড়ে BJP তে?উত্তরে তিনি বলেন, "একদিন কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম । কিন্তু এখন সেই কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে নিজেদের নীতি বিসর্জন দিয়ে CPI(M) নানা ইশুতে একজোট হতে চাইছে । তাই মন থেকে মেনে নিতে না পেরে BJP-তে যোগদান করলাম ।"

যদিও বামফ্রন্টের জেলা নেতৃত্ব ঝাড়েশ্বর বেরা বলেন , "উনি বেশ কিছু দিন ধরে নিজের এলাকার জনগণ থেকে বিচ্ছিন্ন ছিলেন । আর BJP-র মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মিলিয়েছেন সুবিধা নেওয়ার জন্য । দল এখন শুদ্ধিকরণ করছে । তাই আগে থেকেই উনি দল ছেড়ে চলে গেছেন । এতে দলেরই বরং ভালো হয়েছে । আর দলের কোনও ক্ষতি হবে না ।"

অপরদিকে, তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, "CPI(M)-র হার্মাদ ছিলেন সুব্রতবাবু । রাম আর বাম মিলেমিশে এলাকায় সন্ত্রাস চালাচ্ছিল ৷ BJP-তে যাওয়ার পর তা আজ প্রমাণিত হয়ে গেল ।"

Last Updated : Mar 5, 2020, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details