পূর্ব মেদিনীপুর, 10 এপ্রিল : দিঘার সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক পর্যটকের ৷ মৃত ব্যক্তির নাম সৌভনিক দাশগুপ্ত ৷ তাঁর বয়স 49 বছর ৷ বাড়ি উত্তর 24 পরগনার ঘোলায় ৷ তিনি বন্ধুদের সঙ্গে দিঘায় ঘুরতে গিয়েছিলেন ৷ আজ দুপুর 2টো নাগাদ স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে যান ৷ পরে তাঁর দেহ ভেসে ওঠে ৷
দিঘার সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যু 1 ব্যক্তির
আজ দুপুর 2টো নাগাদ সৌভনিক দাশগুপ্ত বন্ধুদের সঙ্গে ওল্ড দিঘার সি হক গোলার ঘাটে স্নান করতে নামেন ৷ কিন্তু, হঠাৎই তাঁর বন্ধুরা সৌভনিকবাবুকে তাঁদের সঙ্গে দেখতে পান না ৷ এর পরেই তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেন ৷
আরও পড়ুন : মা স্বাস্থ্যকর্মী অথচ জলে ডুবে মৃত শিশুকে বাঁচাতে ঝাড়ফুঁক !
পুলিশ সূত্রে খবর, আজ দুপুর 2টো নাগাদ সৌভনিক দাশগুপ্ত বন্ধুদের সঙ্গে ওল্ড দিঘার সি হক গোলার ঘাটে স্নান করতে নামেন ৷ কিন্তু, হঠাৎই তাঁর বন্ধুরা সৌভনিকবাবুকে তাঁদের সঙ্গে দেখতে পান না ৷ এর পরেই তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ নুলিয়াদের সঙ্গে নিয়ে সৌভনিক বাবুর খোঁজ শুরু করে ৷ তবে, বিকেলের দিকে তাঁর দেহ আপনা থেকেই ভেসে ওঠে ৷ দ্রুত তাঁকে দিঘার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সৌভনিক দাশগুপ্তকে মৃত ঘোষণা করেন ৷ তাঁর দেহ কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনা নিয়ে মৃত সৌভনিক দাশগুপ্তের বন্ধুদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে ৷ সেই সঙ্গে পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে ৷