খড়গপুর,১৫ ফেব্রুয়ারি : পাঁশকুড়া তৃণমূল নেতা তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ খুনের ঘটনায় আরও ১ শুটারকে গ্রেপ্তার করল খড়গপুর টাউন থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মোহাম্মদ আজিম ওরফে পাপ্পু । তাঁকে আজ খড়গপুর মহকুমা আদালতে তোলা হবে ।
পুলিশ সূত্রে জানা যায়, কুরবান শাহের খুনের ঘটনার পর থেকেই পেশায় গাড়ি চালক মোহাম্মদ আজিম সপরিবারে পলাতক ছিল । সম্প্রতি তার স্ত্রী পাঁচবেড়িয়ায় কাজি মহল্লার বাড়িতে ফিরে আসে । তারপর থেকেই পুলিশ বাড়ির ওপর নজরদারি চালাতে শুরু করে । আজ সকালে স্ত্রীর সঙ্গে দেখা করতে বাড়ি আসে মোহাম্মদ আজিম । গোপন সূত্রে খবর পেয়ে সেই সময়ই খড়গপুর টাউন থানার পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে । অতীতেও খড়গপুরের রাম বাবুর বাড়িতে গুলি চালানোর ঘটনায় আগে একবার গ্রেফতার হয়েছিল আজিম ,পরে জামিনে মুক্তি পায় । কুরবান শাহের খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শেখ তসলিম আরিফ ওরফে রাজা নামের এক শুটারকে । তার থেকেই পুলিশ জানতে পারে ঘটনার দিন রাত্রিবেলায় গাড়ি নিয়ে রাজার সঙ্গে এসেছিল মোহাম্মদ আজিম সহ আরও বেশ কয়েকজন ৷ পাঁশকুড়ার মাইসোরা গ্রামে এসেছিল তারা । এখনও পর্যন্ত তৃণমূল নেতা খুনের ঘটনায় মোট নয়জনকে গ্রেফতার করল পুলিশ । তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া দুই শুটার খড়গপুরের বাসিন্দা ।