কাঁথি, 19 ফেব্রুয়ারি : চকোলেটের প্রলোভন দেখিয়ে এক আট বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হল যুবককে । পূর্ব মেদিনীপুরের কাঁথি 1 ব্লকের জুনপুট কোস্টাল থানার ঘটনা । নাবালিকার মায়ের অভিযোগে ভিওিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার কাঁথি মহিলা থানার পুলিশ অভিযুক্ত সত্যবান নায়ককে গ্রেপ্তার করে । গতকাল তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে ।
চকোলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা, ধৃত 1 - পূর্ব মেদিনীপুরের খবর
পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী এক আট বছরের নাবালিকাকে চকোলেট প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে আনে সত্যবান । এরপর ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে সত্যবান বলে অভিযোগ জানিয়েছেন নাবালিকার মা । অভিযোগ পেয়ে পুলিশ শীঘ্র পদক্ষেপ করে । অভিযুক্তকে গ্রেপ্তার করে কাঁথি আদালতে তোলা হয় ।
![চকোলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা, ধৃত 1 minor](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6121235-thumbnail-3x2-rape.jpg)
পুলিশ সূত্রে খবর, এক আট বছরের নাবালিকাকে চকোলেট প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে আনে সত্যবান । এরপর ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে সত্যবান বলে অভিযোগ জানিয়েছেন নাবালিকার মা । প্রথমে কিছু বলেনি ওই নাবালিকা কিন্তু পরে মায়ের কাছে সবটা খুলে বলে সে । এরপরই নাবালিকার পরিবারের সদস্যরা সত্যবানের বাড়িতে হাজির হয় । নাবালিকার পরিবারের সদস্যদের কিছু টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথাও বলে সত্যবান । সোমবার সকালে নাবালিকার মা থানায় লিখিত অভিযোগ করেন ।
কাঁথি মহিলা থানার OC অনুষ্কা মাইতি বলেন, অভিযোগ পেয়ে পুলিশ শীঘ্র পদক্ষেপ করে । অভিযুক্তকে গ্রেপ্তার করে কাঁথি আদালতে তোলা হয় । বিচারক তার জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।