মন্দারমনি, 26 মে : যশের তাণ্ডব চলাকালীন আরও একজনের মৃত্যু বাংলায় । মন্দারমনিতে জলের তোড়ে ভেসে যাওয়ার পর তাঁকে উদ্ধার করা হলেও পরে মৃত্যু হয় । যদিও মৃত্যুর কী কারণ, তা এখনও পর্যন্ত জানা যায়নি । ওই একই ঘটনায় নিখোঁজ আরও একজন ।
মন্দারমনিতে তখন যশের তাণ্ডব চলছে । মাছের ভেড়িতে কাজ করছিলেন চার জন । আচমকাই জল ঢুকে যায় এলাকায় । জলের তোড়ে চার জনেই ভেসে যান । তিনজন একটি গাছের অংশ ধরে কোনওরকমে বেঁচে যান । চতুর্থ জন তলিয়ে যান । এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ।