পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্দারমনিতে যশের তাণ্ডব, মৃত 1 - মন্দারমনিতে যশের তাণ্ডব

মন্দারমনিতে জলের তোড়ে ভেসে যাওয়ার পর তাঁকে উদ্ধার করা হলেও পরে মৃত্যু হয় । যদিও মৃত্যুর কী কারণ, তা এখনও পর্যন্ত জানা যায়নি । ও

Cyclone Yaas
ছবি

By

Published : May 26, 2021, 6:01 PM IST

মন্দারমনি, 26 মে : যশের তাণ্ডব চলাকালীন আরও একজনের মৃত্যু বাংলায় । মন্দারমনিতে জলের তোড়ে ভেসে যাওয়ার পর তাঁকে উদ্ধার করা হলেও পরে মৃত্যু হয় । যদিও মৃত্যুর কী কারণ, তা এখনও পর্যন্ত জানা যায়নি । ওই একই ঘটনায় নিখোঁজ আরও একজন ।

মন্দারমনিতে তখন যশের তাণ্ডব চলছে । মাছের ভেড়িতে কাজ করছিলেন চার জন । আচমকাই জল ঢুকে যায় এলাকায় । জলের তোড়ে চার জনেই ভেসে যান । তিনজন একটি গাছের অংশ ধরে কোনওরকমে বেঁচে যান । চতুর্থ জন তলিয়ে যান । এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি ।

আরও পড়ুন : কেন্দ্র-রাজ্য যৌথ প্রচেষ্টাতেই যশের মোকাবিলা সহজ হয়েছে : মুখ্যমন্ত্রী

খবর পেয়ে ঘটনাস্থানে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । গাছের ডাল আকড়ে কোনওরকমে যে তিনজন বাঁচার চেষ্টা করছিলেন, তাঁদের উদ্ধার করে নিয়ে আসে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । পরে তিনজনের মধ্যে একজন মারা যান । তবে মৃত্যুর কারণে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details