ময়না, 25 জুন: সরকারি দফতরের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ ৷ পুলিশের জালে এক । ঘটনায় গোজিনা পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্যের স্বামী বিজেপি নেতা অলোক মাইতিকে আটক করেছে পুলিশ ৷
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না থানার গোজিনা অঞ্চলে । অলোক মাইতি পেশায় ময়না থানা এলাকার পেটুয়ামোড় বাজারের কাপড়ের ব্যবসায়ী । তাঁর ছেলের বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ বুধবার সেখান থেকেই পুলিশ অলোক মাইতিকে গ্রেফতার করে । এর পর তমলুক জেলা আদালতে তোলা হয় । বিচারক তাঁকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । অভিযোগ, অলোক চাকরি দেওয়ার নাম করে শ-তিনেক ব্যক্তির থেকে বারো থেকে পনেরো লাখ টাকা করে তোলেন ৷ সব মিলিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷