হলদিয়া, 16 মে : ফের অচলাবস্থা তৈরি হল হলদিয়া বন্দরে । আজ সকাল থেকে বন্দরের জহর টাওয়ারের নিচে আন্দোলন শুরু করে INTTUC-এর মেরিন ক্রু-র সদস্যরা । যার জেরে বন্ধ হয়ে যায় বন্দরের স্বাভাবিক কাজকর্ম । ফলে বড় ক্ষতির মুখে বন্দর কর্তৃপক্ষ।
আন্দোলনকারীদের দাবি :
- এক, কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমারের অপসারণ
- দুই, 18 জন মেরিন ক্রু-র সদস্য যাদের নামে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের কাছে একটি চার্জশিট জমা দিয়েছিলেন চেয়ারম্যান বিনীত কুমার, সেই চার্জশিট প্রত্যাহার করতে হবে ।
উল্লেখ্য, গতকাল হলদিয়া বন্দরের কোল ইয়ার্ডে ইলেক্ট্রো স্টিল কাস্টিং (ECL) সংস্থার কয়লা সারেঙ্গি উদ্যোগ নামে অপর একটি সংস্থা দশটি ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে । অন্যদিকে রিপ্লে অ্যান্ড কম্পানি নামে একটি সংস্থা ECL-এর কয়লা গ্লোবাল এন্টারপ্রাইজ় নামে একটি সংস্থার ট্রাকে বোঝাই করেছিল । ঘটনাটি ECL-এর সুপারভাইজ়ার জানতে পেরে CISF-এর কাছে তাদের মাল চুরির অভিযোগ জানিয়েছিল । অভিযোগ পেয়ে CISF অভিযুক্ত তিন সংস্থার অপারেটর, ড্রাইভার মোট সহ তিনজনকে ঘটনাস্থান থেকে আটক করেছিল । CISF-এর অভিযোগের ভিত্তিতে হলদিয়া থানার পুলিশ ওই তিন ব্যক্তিকে আটক করেছিল । তাঁদের মুক্তির দাবিতে গতকাল দুপুর তিনটে থেকে বন্দরের কাজ বন্ধ করে দিয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন । শেষে দীর্ঘ আলোচনার পর গতকাল রাতে স্বাভাবিক হয় বন্দরের কাজ ।
অন্যদিকে, গত মঙ্গলবার রাতে বন্দরে সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার । তাঁর অভিযোগ, হাজিরা খাতায় মেরিন ক্রু সদস্যদের উপস্থিতির স্বাক্ষর থাকলেও অনেকেই তখনও পর্যন্ত কাজে যোগ দেননি । তিনি 18 জনের নামে একটি চার্জশিটও জমা দেন বন্দর কর্তৃপক্ষের কাছে । তারপর আন্দোলন শুরু করে তৃণমূল শ্রমিক সংগঠনের মেরিন ক্রু-র সদস্যরা । যার জেরে ফের তৈরি হয় অচলাবস্থা । এনিয়ে দফায় দফায় কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ । কিন্তু এখনও পর্যন্ত মেলেনি সমাধান সূত্র ।