পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার হানা এবার শুভেন্দু আধিকারীর পাড়ায়, আক্রান্ত বৃদ্ধা - corona outbreak

এবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কোরোনায় আক্রান্ত হলেন এক বৃদ্ধা । তিনি 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।

one infected in corona at east medinipur
কোরোনার থাবা এবার মন্ত্রীর পাড়ায়

By

Published : May 29, 2020, 5:00 PM IST

কাঁথি, 29 মে : এবার কোরোনার হানা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাড়ায় । কোরোনায় আক্রান্ত হয়েছেন কাঁথি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের এক বৃদ্ধা ।

গতকাল ওই বৃদ্ধার সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য বিভাগ । তাঁর বাড়ি গিয়ে ওই বৃদ্ধার পরিবারের তিন সদস্যকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ ওই বৃদ্ধাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছিল । চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ এরপর তাঁকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । কাঁথির ওই বেসরকারি হাসপাতালটি প্রশাসনের তরফ থেকে সিল করা হয়েছে । হাসপাতালে বৃদ্ধার সংস্পর্শে আসা রোগী ও চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় বলেন, "কাঁথির এক বৃদ্ধা কলকাতায় ভরতি আছেন । গতকাল রাতে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁর পরিবারের সদস্যদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এসে সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । কাঁথির ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এসে নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ আপাতত ওই হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । "

করকুরির বাসিন্দা কিষান ভট্টাচার্য বলেন, "5 মে ওই বৃদ্ধা সঞ্জীবনী হাসপাতালে মূত্রনালী সংক্রান্ত জটিল রোগ নিয়ে ভরতি হয়েছিলেন । 15 তারিখ ছাড়া পেয়ে বাড়ি চলে আসেন । এরপর 4-5 দিন বাড়িতে থাকার পর আবার ওই বেসরকারি হাসপাতালে ভরতি হন । গত 24 তারিখে বাড়ি চলে আসেন তিনি । 26 মে আবার কলকাতা পিয়ারলেস হাসপাতালে ভরতি করা হয় । এরপর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । আজ সকাল থেকেই প্রশাসন থেকে এসে তাঁর পরিবারের তিন সদস্যকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । "

ABOUT THE AUTHOR

...view details