পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh : মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না, কটাক্ষ দিলীপের

সম্প্রতি, রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছেন । এখানে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে ছাত্র-ছাত্রীরা ৷ দিলীপবাবুর কথায়, রাজ্য সরকার ভাওতাবাজি করছে । আগে ছাত্র-ছাত্রীদের বাবা মায়েদের বোকা বানিয়েছিল । এখন ছাত্র-ছাত্রীদের বোকা বানাচ্ছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না ৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Jun 25, 2021, 8:23 AM IST

মেদিনীপুর, 25 জুন: "মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না ।" শুক্রবার পূর্ব মেদিনীপুরের এক কর্মিসভায় মুখ্য়মন্ত্রীর সম্পর্কে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷

শুক্রবার পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রামে দু’টি সোলার পোস্ট লাইট এবং এগরা পৌর এলাকার 4,7, এবং 8 নম্বর ওয়ার্ডের ঢালাই রাস্তার উদ্বোধন করেন দিলীপ ঘোষ । সঙ্গে ছিলেন জেলা বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব । তারপর এ-দিন এগরা ঝাটুলাল হাইস্কুলে নগর বিজেপির একটি কর্মিসভা করেন তিনি । পরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ । পিএসসির চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন জমা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চালাকি করছেন ৷ এই পদে বিরোধীদের কাউকে বসাতে হয় ৷ তিনি বিরোধীদের এই পদে বসাতে চান না । তাই মুকুল রায়কে বসাতে চাইছেন ৷"

সম্প্রতি, রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের জন্য ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছেন । এখানে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে ছাত্র-ছাত্রীরা ৷ দিলীপবাবুর কথায়, এখানেও রাজ্য সরকার ভাওতাবাজি করছে ৷ আগে ছাত্র-ছাত্রীদের বাবা মায়েদের বোকা বানিয়েছিল । এখন ছাত্র-ছাত্রীদের বোকা বানাচ্ছেন ৷ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বাড়ির মহিলাদের 500 টাকা করে দেবেন এবং জঙ্গলমহলের আদিবাসী মহিলাদের 1000টাকা করে দেবেন ৷ ভোট মিটে গিয়েছে, আর উনি টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না ৷

সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ

আরও পড়ুন :চাকরি দেওয়ার নামে প্রতারণা, পুলিশের জালে এক

এদিন, তিনি ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর প্রসঙ্গে বলেন, "আমরা ইতিমধ্যেই কয়েক হাজার কর্মীকে ঘরে ফিরিয়ে এনেছি ৷ আদালত থেকে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের ফিরিয়ে আনার জন্য ৷ এখন প্রশাসনের দায়িত্ব ৷ সরকারের তরফ থেকে কর্মীদের যাতে ফিরিয়ে আনা হয় এবং সুরক্ষা দেওয়া হয় সেই বিষয়ে আমরা দেখছি ৷"

ABOUT THE AUTHOR

...view details