মহিষাদল, 23 জুলাই : কোরোনো উপসর্গে নিয়ে মৃত বৃদ্ধের সৎকারে এগিয়ে এল না প্রতিবেশীরা । মৃত্যুর পর 12 ঘণ্টা পরেও দেহ পড়ে রইল বাড়িতে । মহিষাদল ব্লকের গেঁওখালির ঘটনা । মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও সহযোগিতা পাওয়া যায়নি শুরুতে । পরে মহিষাদল ব্লকের BDO দেহ সৎকারের উদ্যোগ নেন ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গেঁওখালির বাসিন্দা প্রদীপ কুমার দাস (70) বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন । চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে ম্যালেরিয়া ও কোরোনা টেস্ট করতে পরামর্শ দেওয়া হয় ৷ সেই মতো টেস্টের ব্যবস্থা হয় । সেই রিপোর্ট শনিবার আসার কথা ৷ তার আগেই বৃহস্পতিবার ভোররাতে মৃত্যু হয় বৃদ্ধের । এদিকে কিছুদিন আগেই এলাকায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের । ফের কোরোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যুতে আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ যার জেরে সৎকারের কাজে এগিয়ে আসেনি প্রতিবেশীরা । মৃতদেহ আগলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন দুই সদস্যের পরিবার ।