হলদিয়া, 6 মে : "দিদি ইদানিং এতটাই হতাশ যে ভগবানের কথা বলতেও চান না, শুনতেও চান না । পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন এমন যে কেউ জয় শ্রী রাম বললেও তাকে প্রেপ্তার করে দিদি জেলে ভরে দিচ্ছেন । "স্পিডব্রেকার দিদির" অহঙ্কার বেশি ।" তমলুক লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে প্রচারে এসে আজ এই ভাষাতেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদি ।
দিদি এতটাই হতাশ যে ভগবানের কথাও শুনতে চান না : মোদি
তমলুক লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে প্রচারে এসে মমতাকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি । বলেন, "দিদি ইদানিং এতটাই হতাশ যে ভগবানের কথা বলতেও চান না, শুনতেও চান না ।"
প্রসঙ্গত দু'দিন আগে মেদিনীপুরের রাধাবল্লভপুরের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধার থেকে জয় শ্রী রাম স্লোগান তোলে কয়েকজন । যাঁরা জয়শ্রীরাম ধ্বনি দিচ্ছিলেন, তাঁদের কয়েকজন পিছিয়ে গেলে, মমতাকে বলতে শোনা যায় – "পালাচ্ছিস কেন ?" সেই ঘটনার জেরে 3 BJP সমর্থককে আটকও করেছিল পুলিশ । আজ সেই প্রসঙ্গে তমলুকে মমতার সমালোচনা করলেন নরেন্দ্র মোদি ।
পাশাপাশি আজ মোদি বলেন, "দিদি মানুষের কথা নিয়ে ভাবেন না । ফণী বিষয়ে বৈঠক করার জন্য দিদিকে দুবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি ।" গতকালই ANI প্রধানমন্ত্রী দপ্তরের এক আধিকারিককে উদ্ধৃত করে টুইট করে জানিয়েছিল, শনিবার রাজ্যে ফণীর প্রভাব জানতে ও পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলতে চাওয়ায় PMO-র তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছিল । তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে জানানো হয় যে মুখ্যমন্ত্রী সফরে রয়েছেন । তিনি ফিরলে ফোন করা হবে জানানো হলেও সেই ফোন আর আসেনি ।